Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

‘থানা ভেঙেছি’ বলা সেই যুবদল নেতার দুঃখ প্রকাশ

আব্দুল মাজেদ
আব্দুল মাজেদ
[publishpress_authors_box]

সরকার পতনের পর কুষ্টিয়া থানা ভাঙায় নেতৃত্ব দেওয়ার কথা ‘স্বীকার’ করে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ। সেই সঙ্গে তিনি থানায় হামলা বা লুটপাটের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেছেন।

সোমবার দুপুরে সদর উপজেলার কুবুরহাটে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ভাইরাল হওয়া’ আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

লিখিত বক্তব্যে মাজেদ বলেন, তিনি কুষ্টিয়া থানায় হামলা ভাঙচুর লুটপাটের সঙ্গে জড়িত নন। তার দাবি, গত ৫ আগস্ট কুষ্টিয়া থানায় হামলার ভিডিও ফুটেজ দেখলে তার কোনও সংশ্লিষ্টতা পাওয়া যাবে না।

এর আগে শনিবার এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় একটি মাদ্রাসায় আয়োজিত শান্তি সমাবেশে তিনি বলেন, “শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় শেষের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।”

তার এই ‘স্বীকারোক্তি’র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা।

অবশ্য এই বক্তব্যকে ‘ভুলবশত’ দেওয়া উল্লেখ করে সংবাদ সম্মেলনে মাজেদ বলেন, তিনি নেতৃত্ব দিয়ে কুষ্টিয়া থানা ভেঙেছেন-এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। এজন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

আব্দুল মাজেদ বলেন, “গত ১৫-১৬ বছর ধরে স্বৈরাচারী সরকারের নির্যাতন হামলা-মামলার শিকার হয়েছি। দিনের পর দিন নিজের বাড়িতে ঘুমাতে পারিনি। বিগত দিনে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছি।”

আর এ কারণে একটি মহল তার দেওয়া পুরোনো বক্তব্য ভাইরাল করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত