Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

তাপপ্রবাহ : ২৫ জেলায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার বন্ধ

ss-summer-school-28042024-08
[publishpress_authors_box]

তাপপ্রবাহের কারণে দেশের ২৫ জেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে।

শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এদিন বন্ধ থাকবে।

তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

রোজা, ঈদ, পহেলা বৈশাখসহ নানা সরকারি ছুটি মিলিয়ে প্রায় এক মাস বন্ধ থাকার পর গত ২১ এপ্রিল খোলার কথা ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রচণ্ড গরমের কারণে ছুটি বাড়ানো হয় এক সপ্তাহ। সে অনুযায়ী ২৮ এপ্রিল থেকে খুলে দেওয়া হয় স্কুল-কলেজ-মাদ্রাসা।

যদিও তাপপ্রবাহের তীব্রতার কারণে এদিন স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন অভিভাবকসহ সংশ্লিষ্টরা। এরপর ২ মে পর্যন্ত দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত