চলমান তাপপ্রবাহের কারণে দেশের পাঁচ জেলার শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে তারা চাইলে শ্রেণি কার্যক্রম চালিয়ে নিতে পারবে।
রবিবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরর সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
এই পাঁচ জেলার মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা থাকবে প্রাথমিক স্কুলগুলো। আপাতত প্রাথমিক পর্যায়ে ছুটি ঘোষণার কোনও সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান সকাল সন্ধ্যাকে বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস সময় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত। এসময় তাপমাত্রা কিছুটা সহনীয় থাকে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”