Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সার্চ কমিটি থেকে মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি

ww
[publishpress_authors_box]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বদলে গেছে বাংলাদেশ। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ভেঙে ফেলা হয়েছে দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই সংস্থাগুলো চলছে এখন অ্যাডহক কমিটি দিয়ে।

ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য ৫ সদস্যের সার্চ কমিটিও গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ব্যাডমিন্টনের সাবেক চ্যাম্পিয়ন ও ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি জোবায়েদুর রহমান রানাকে আহ্বায়ক করে গড়া হয়েছিল এই কমিটি।

কমিটিতে ছিলেন বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের সংগঠন ক্রীড়া উন্নয়ন পরিষদের মহাসচিব মহিউদ্দিন আহমেদ বুলবুল। সেই সার্চ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বুলবুলকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব জগদীশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানায় ক্রীড়া মন্ত্রণালয়৷ বুলবুলের জায়গায় নতুন কাউকে অর্ন্তভুক্ত করা হয়নি এখনও।

 বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে বুলবুলের উপস্থিতির প্রমাণ পেয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সংগঠন ফোরামের কর্মকান্ডেও সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল তার বিপক্ষে। এজন্যই সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

বুলবুলের অব্যাহতির পর সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি জোবায়েদুর রহমান রানা, সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, ক্রীড়া সাংবাদিক ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মো. মন্টু কায়ছার।

বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়গুলো পর্যালোচনা করবে এই সার্চ কমিটি। দেশে ও বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়ার নীতিমালা, নির্দেশনার ব্যাপারেও দিক নির্দেশনা দেবেন তারা। বিষয়গুলো পর্যালোচনা করে তারা প্রয়োজনীয় সুপারিশমালা দিবেন জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর আলোকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত