চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আইসিসির বড় কোনও টুর্নামেন্টে এই প্রথম কিউইদের নেতৃত্বে মিচেল স্যান্টনার। বেশ কিছুদিন ধরেই এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবার শিরোপা লড়াইয়ে তার নেতৃত্বে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে তিনি ছিলেন না। তবে ১৫ সদস্যের স্কোয়াডে বড় চমক দুই পেসার বেন সিয়ার্স ও উইল ও’রুর্কি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সময় পার করা জ্যাকব ডাফিকে পেছনে ফেলে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারা। ক্রিকেটে বড় কোনও টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামছেন সিয়ার্স-ও’রুর্কি। ম্যাট হেনরির সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে তাদের। কিউইদের পেস বিভাগ আরেকটু শক্তিশালী হয়েছে অলরাউন্ডার নাথান স্মিথের অন্তর্ভূক্তিতে।
Ready for Pakistan and UAE 🏏 #ChampionsTrophy pic.twitter.com/Q4tbhqm0xi
— BLACKCAPS (@BLACKCAPS) January 11, 2025
বড় কোনও টুর্নামেন্টের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা, আর সেখানে নতুনত্ব না থাকলে হয়! এবারও দলটি ভিন্ন ঢংয়ে ঘোষণা করেছে চ্যাম্পিয়নস ট্রফির দল। এবার অধিনায়ক স্যান্টনার একে একে তার সহ-যোদ্ধাদের নাম ঘোষণা করেছেন। নিউজিল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিতে দেখা যায়, ফাঁকা গ্যালারির চেয়ারে এসে বসলেন স্যান্টনার। এরপর চ্যাম্পিয়নস ট্রফির প্রত্যেক সদস্যের নাম প্রকাশ করলেন তিনি।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। তবে হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরাতেও কিছু ম্যাচ হবে। অবশ্য নিউজিল্যান্ড সব ম্যাচ (যদি ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত না হয়) পাকিস্তানেই খেলবে। বিশ্বকাপের পর ওয়ানডের সবচেয়ে বড় প্রতিযোগিতায় নামার আগে পাকিস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে তারা। চ্যাম্পিয়নস ট্রফি ওয়ানডে ফরম্যাটে হলেও ত্রিদেশীয় সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটের। পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় দলটি দক্ষিণ আফ্রিকা।
Our @ICC Champions Trophy 2025 squad, announced by our captain 🇳🇿 #ChampionsTrophy pic.twitter.com/oSwMpTeEiO
— BLACKCAPS (@BLACKCAPS) January 11, 2025
নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দলটাই খেলবে এই সিরিজে। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে সূচির সংঘর্ষে ত্রিদেশীয় সিরিজ মিস করতে পারেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে ও লকি ফার্গুসন। দুই ব্যাটারের ব্যাকআপের প্রয়োজনীয়তা অনুভব করেনি, তবে ফার্গুসন খেলতে না পারলে বিকল্প ভেবে রেখেছে ক্রিকেট নিউজিল্যান্ড। এই পেসারের বিকল্প হিসেবে ত্রিদেশীয় সিরিজের জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে ডাফিকে।
নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামনস, উইল ইয়ং।