স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীরসহ চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই দিনে পদত্যাগ করেছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।
সেব্রিনা ফ্লোরাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক এবং আহমেদুল কবীরকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের অন্য দুই কর্মকর্তা হলেন নিপসমের অধ্যাপক শামিউল আলম এবং আইপিএইচের পরিচালক অধ্যাপক কাজী শফিকুল হালিম। তাদেরকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
একই দিনে পদত্যাগ করেছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুল আলম চৌধুরী এবং উপাধ্যক্ষ দেবেশ চন্দ্র তালুকদার।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর স্বাস্থ্য বিভাগের একের পর এক প্রতিষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে রদবদল শুরু হয়। এর মধ্যে গত ১৮ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।
এরপর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পান অধিপ্তরের পরিচালক অধ্যাপক রোবেদ আমিন। যদিও বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন এই নিয়োগও বাতিল দাবি করেছেন।
এর দুইদিন পর গত ২০ আগস্টে সরিয়ে দেওয়া হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটো মিঞা এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজ ও অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. কামরুল হাসানকে। তাদের তিনজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।