Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

আগুনে পুড়ল সচিবালয় ভবন

ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ তলায় বুধবার রাত প্রায় ২টার দিকে আগুন লাগে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। ছবি : হারুন অর রশীদ
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
সচিবালয়ের সাত নম্বর ভবনে ৭টি মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে। এগুলো হলো– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ছবি : হারুন অর রশীদ
সচিবালয় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে এরই মধ্যে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ছবি : হারুন অর রশীদ
সচিবালয়ের ভেতরে আগুন তখনও পুরোপুরি নেভেনি। কর্মকর্তা-কর্মচারীসহ অন্যদের তাই ভেতরে ঢুকতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : হারুন অর রশীদ
অন্যান্য দিনের মতো সকালে সচিবালয়ে আসেন কর্মকর্তা-কর্মচারীরা। ভেতরে ঢুকতে না পারায় বাইরে অপেক্ষা করেন তারা। ছবি : হারুন অর রশীদ  
আগুন নেভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় সচিবালয়ের সামনে প্রাণ হারান সোয়ানুর জামান নয়ন নামের এক ফায়ার ফাইটার। ছবি : হারুন অর রশীদ
ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। ছবি : হারুন অর রশীদ

আরও পড়ুন