Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আবার নিরাপত্তা সতর্কতা

USA site
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য আবারও নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের অবস্থিত দূতাবাসের ফেইসবুক পেইজে এই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।

সতর্কতায় বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ ও বড় সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

বাংলাদেশে আন্দোলনের কারণে এর আগে গত ৩ আগস্ট নিরাপত্তা সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

সেদিন সতর্কবার্তায় বলা হয়, ““বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক নিরাপত্তাহীনতা বোধ করলে নিজ দেশে ফিরে যেতে পারেন। বাংলাদেশ বর্তমানে ‘ভ্রমণ করবেন না’ মর্মে চার মাত্রার ভ্রমণ সতর্কতার অধীনে রয়েছে।

“যুক্তরাষ্ট্রের নাগরিকদের যেকোনো বিক্ষোভ ও বড় সমাবেশের আশপাশে এড়িয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি আরও বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে জানতে স্থানীয় মিডিয়াগুলো পর্যবেক্ষণ করুন। জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখুন।

“বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, বিকাল ৩টায় (৩ আগস্ট) ঢাকার গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে একটি শান্তিপূর্ণ জমায়েত হতে পারে। সেখানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিলের সম্ভবনা রয়েছে। রবিবার থেকে শিক্ষার্থীদের ডাক দেয়া ‘সর্বাত্মক অসহযোগ’আন্দোলনের বিষয়েও সচেতন থাকুন। আগামীতে আরও বিক্ষোভের সম্ভবনা দেখছে দূতাবাস।

“ঢাকায় সীমিত পরিসরে কনস্যুলার পরিষেবা দেওয়া হচ্ছে। দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সীমাবদ্ধ এবং দুপুর ১২টা থেকে গুলশান- ২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এড়ানোর জন্য সতর্ক করা হয়েছে।”

এরপর ৬ আগস্টেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত