Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার, প্রবেশপত্র সঙ্গে রাখতে অনুরোধ

সুপ্রিম কোর্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা। ছবি : সকাল সন্ধ্যা
সুপ্রিম কোর্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার সকাল থেকে সেনাবাহিনী, র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওই এলাকায় অবস্থান করতে দেখা যায়।

দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় হামলার চলমান ঘটনার মধ্যে দেশের সর্বোচ্চ আদালতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হলো।

এছাড়া রবিবার থেকে সুপ্রিম কোর্টে প্রবেশ করতে প্রত্যেককে পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ জানিয়েছে সর্বোচ্চ আদালতের প্রশাসন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপকমিশনার মো. মিনহাজ-উল-ইসলাম বলেন, “দেশের চলমান পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় বাড়ানো হয়েছে।”

সুপ্রিম কোর্টসংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের সামনের ফটকসহ আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়া মাজারগেটেও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিয়েছিলেন, সেই স্থানটি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত হয়েছিল স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর ছবিফলক ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ আইনজীবীর নামও খোদাই করা হয়েছিল।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর সেই স্মৃতিস্তম্ভে থাকা ছবি বিকৃত করে দেওয়া হয়। পরবর্তী সময়ে পুরো স্মৃতিস্তম্ভটি কাপড়ে মুড়ে রাখা হয়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলার ঘটনার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের ভেতরকার স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হবে বলে গুঞ্জন ওঠে।

এ পরিপ্রেক্ষিতেই মূলত সকাল থেকে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়।

তবে কী কারণে এত নিরাপত্তা তা জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তাই সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে।”

এছাড়া সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আইনজীবী, বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। শনিবার এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।”

নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর চাহিদামতো এনআইডি কার্ড/পাসপোর্ট/অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতেও অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত