ঢাকার উপকণ্ঠে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখলে নেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর মাঠে জারি করা হয় ১৪৪ ধারা। ছবি : হারুন অর রশীদ
মাঠঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায় শুক্রবারও। ছবি : হারুন অর রশীদশুক্রবার থেকে ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় ইজতেমা করতে চেয়েছিলেন মাওলানা সাদের অনুসারীরা। তা করতে দিতে রাজি নন মাওলানা জুবায়েরের অনুসারীরা। এ নিয়েই শুরু সংঘাতের। ছবি : হারুন-অর-রশীদএছাড়া দুই পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া মূল ইজতেমাকে সামনে রেখেও প্রস্তুত করা হচ্ছিল মাঠ। তার আগেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আসে নিষেধাজ্ঞা। ছবি : হারুন-অর-রশীদ ফাঁকা মাঠে ছুটে বেড়াতে দেখা যায় দুরন্ত কিশোরের দলকে। ছবি : হারুন-অর-রশীদমাঠজুড়ে চড়ে বেড়াতে দেখা যায় গৃহপালিত প্রাণীদেরও। ছবি : হারুন-অর-রশীদমাঠে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করার পর মাঠের নিরাপত্তায় রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। ছবি : হারুন-অর-রশীদ