Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলার বাদীকে বিএনপি থেকে অব্যাহতি

ফিরোজ খান
ফিরোজ খান
[publishpress_authors_box]

সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদী ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফিরোজ খান চট্টগ্রাম মহানগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

মোহরা ওয়ার্ড বিএনপির চান্দগাঁও থানা কমিটির অধীনে। থানা কমিটির সভাপতি মোহাম্মদ আজম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার স্বাক্ষরিত একটি পত্রে শুক্রবার ফিরোজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

ফিরোজ খানকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, “আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।”

চিঠিটি অনুলিপি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব মো. নাজিমুর রহমানকেও পাঠানো হয়েছে।

গত ২৫ অক্টোবর নগরীর ঐতিহাসিক লালদিঘী মাঠে বিশাল সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। সেদিনই নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা ওড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।

চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ এবং সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ছাড়াও ইসকন প্রবর্ত্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনের নাম রয়েছে মামলার আসামির তালিকায়। মামলায় দুই সনাতন ধর্মাবলম্বী রাজেশ চৌধুরী ও হৃদয় দাশকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নগরের চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। এতে শুক্রবার ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সমাবেশ হয় চেরাগী মোড়ে।

সেই সমাবেশ থেকে সোমবারের মধ্যে মামলা প্রত্যাহারের সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত