আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনে শুরু হচ্ছে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড।
আগামী ৫ জুলাই শুরু হবে এই অলিম্পিয়াডের বাছাইপর্ব। যেখানে অংশ নেবে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা।
শনিবার ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তারিখ ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন জানান, ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কোনও শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন না।
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করতে দীর্ঘ ৩৬ বছর ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এর ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হচ্ছে অ্যাস্ট্রো অলিম্পিয়াড। আয়োজন সফল করতে সহযোগিতা করছে এপেক্স গ্রুপ, সে কারণেই এবারের আয়োজনের নাম ঠিক করা হয়েছে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড।
অলিম্পিয়াডে দেশব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হবে ৫ জুলাই। সেখান থেকে নির্বাচিত ৫০০ প্রতিযোগীকে নিয়ে ৩ আগস্ট ঢাকায় হবে জাতীয় বাছাই কার্যক্রম।
জাতীয় বাছাই কার্যক্রমে নির্বাচিত সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫জন সহ, মোট ৩০জনকে নিয়ে হবে চারদিনের আবাসিক ক্যাম্প। সেই ক্যাম্প থেকে নির্বাচিত ৫ প্রতিযোগী ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান।
অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয়ভাবে জ্ঞান-বিজ্ঞানের চর্চায় বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশার কথা জানান মোহাম্মদ ফরাসউদ্দিন।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান বলেন, “এখন সময় এসেছে সরকারের মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে অর্থ বিনিয়োগ করার।”
অলিম্পিয়াডে অংশ নেওয়ার নিয়ম :
* ২০০৬-২০১০ সালের মধ্যে জন্ম নেওয়া স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা আয়োজনে অংশ নিতে পারবে।
* ৩০ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, এর জন্য আলাদা কোনও ফি লাগবে না।
* অনলাইন রেজিস্ট্রেশনের – লিঙ্ক https://www.astronomybangla.com/olympiad2024/
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এবং ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের একাডেমিক বিষয়গুলো বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যৌথভাবে পরিচালনা করবে।