Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

আসছে শীত, দোকানে বাহারী কাপড়

কেবল শীত শীত অনুভূতি পাচ্ছে ঢাকার বাসিন্দারা। হুট করেই হয়তো জেঁকে বসবে ঠাণ্ডা। তাই শুরু হয়ে গেছে শীত সামলানোর প্রস্তুতি। ছবি : জীবন আমীর
কেবল শীত শীত অনুভূতি পাচ্ছে ঢাকার বাসিন্দারা। হুট করেই হয়তো জেঁকে বসবে ঠাণ্ডা। তাই শুরু হয়ে গেছে শীত সামলানোর প্রস্তুতি। ছবি : জীবন আমীর
[publishpress_authors_box]
কেউ গতবার তুলে রাখা লেপ-কম্বল রোদে দিচ্ছে। আবার কেউ কিনছেন নতুন করে। বায়তুল মোকাররম এলাকার ফুটপাত থেকে ছবি তুলেছেন : জীবন আমীর
শীতের প্রস্তুতি সবার আগে শুরু হয় শিশুদের জন্য। বাজার ঘুরলে তাদের জন্য পাবেন বাহারী রঙের টুপি। ছবি : জীবন আমীর
আরামদায়ক সব জুতাও পাবেন বাজারে। এসব জুতা শিশুকে শীত থেকে সুরক্ষিত রাখবে অনেকটাই। দামটাও থাকবে হাতের নাগালে। ছবি : জীবন আমীর
ফুটপাতেই নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চলতি পথে চোখ পড়লেও অনেকে কিনে নেন পছন্দসই শীতপোশাক। ছবি : জীবন আমীর
ঢাকার বায়তুল মোকাররম এলাকায় ক্রেতাকে রঙিন কম্বল দেখাচ্ছেন বিক্রেতা। ছবি : জীবন আমীর

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত