Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

মহারণের আগে দুই দলেই অশান্তি

22222222222
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

কল্পনা করুন ছবিটা। টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ‘‘ভারতে সম্মান নেই। অন্য দেশের হয়ে খেললে ভালো হতো।’’

ব্যাপারটা অকল্পনীয়। সেই ঘটনাই ঘটেছে স্পেনে। ইউরোয় আজ ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের আগে ক্ষোভ উগরে দিয়েছেন স্প্যানিশ অধিনায়ক আলভারো মোরাতা। ফ্রান্সে আবার অশান্তি চলছে তাদের অনুশীলনের ভিডিও মিডিয়া প্রকাশ করে দেওয়ায়। এজন্য ফরাসি মিডিয়া বয়কটও করতে পারে দিদিয়ের দেশমের দল।

জার্মানিকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর কেঁদেছিলেন মোরাতা। সেটা নিয়েও সমালোচনা হয়েছে! অনেকে ভেবেছিলেন বেঞ্চে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না বলে কেঁদেছেন মোরাতা। কিন্তু ৮০ মিনিটে মাঠ থেকে উঠে যাওয়ার পর কোনও কার্ড দেখেননি তিনি।

তাই ক্ষোভ উগরে দিলেন মোরাতা, ‘‘লোকে বলেছে, আমি কাঁদছিলাম হলুদ কার্ড দেখার জন্য। এটা কোনও কথা হতে পারে না। আমি কাঁদছিলাম কারণ আমার দেশ সেমিফাইনালে, যে দলটির অধিনায়কও আমি। ইউরো জিততে নিজের হাত দুটোও কাটতে রাজি আছি আমি। স্পেনে কেউ কাউকে সম্মান করে না।’’

২০২০ ইউরোয় সমর্থকদের দুয়ো শুনেছিলেন মোরাতা।  দুয়ো দেন স্পেনের সমর্থকেরাই। এ বছরের  মার্চে ব্রাজিলের বিপক্ষেও দুয়ো শুনেছেন তিনি। এটা নিতে পারছেন না মোরাতা। এবারের ইউরো দেশের হয়ে যে তার শেষ টুর্নামেন্ট হতে পারে সেই ইঙ্গিতও দিলেন ৩১ বছরের মোরাতা, ‘‘প্রতিদিনই বিদায়ের দিকে এগিয়ে যাচ্ছি। এ জন্যই উপভোগ করি, এ জন্যই কাঁদি। স্পেনের হয়ে এটা শেষ টুর্নামেন্টও হতে পারে আমার।’’

এদিকে ম্যাচ টাইব্রেকারে গড়াতে পারে ভেবে পেনাল্টির অনুশীলন করছিল ফ্রান্স। কারা, কীভাবে পেনাল্টি শট নিচ্ছেন সেই ভিডিও ফ্রান্সেরই একটি মিডিয়া ছেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলের ভেতরের খবর এভাবে প্রকাশ করায় ক্ষুব্ধ ফ্রান্স। আন্তোয়ান গ্রিয়েজমান ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘অনেক ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য।’’ ফ্রান্স সেমিফাইনাল জিতলে ফরাসি মিডিয়াকে বয়কট করবে বলেও ছড়িয়েছে গুঞ্জন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত