রিয়াল মাদ্রিদ এখন মিনি হাসপাতাল। দানি কারভাহালের মৌসুম শেষ হয়ে গেছে আগেই। ডেভিড আলাবা ফিরবেন এই মাসের মাঝামাঝি আর অরেলিয়েঁ চুয়ামেনির ডিসেম্বরে।
চোটের এই মিছিলে যোগ দিয়েছেন দুই ডিফেন্ডার এদের মিলিতাও, লুকাস ভাজকেজ আর উইঙ্গার রোদ্রিগো। ওসাসুনার বিপক্ষে ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় মিলিতাওকে। পরে পরীক্ষার পর জানা যায় ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, করতে হবে অস্ত্রোপচার। এই মৌসুমে তার মাঠে নামার সম্ভাবনা নেই আর। ইএসপিএন জানিয়েছে, অন্তত ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে মিলিতাওকে।
রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানিয়েছে, ‘‘ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে মিলিতাওয়ের। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মেনিস্কিও, অস্ত্রোপচার করাতে হবে তাকে।’’
গত মৌসুমেও বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয়েছিল মিলিতাওকে। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার এবার পড়লেন ডান হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে।
কারভাহাল ও মিলিতাও না থাকায় জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ডিফেন্ডার কিনবে রিয়াল। লম্বা একটা তালিকাও আছে ক্লাব কর্তাদের সামনে। এরই মধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, আবারও রিয়ালে ফিরছেন সের্হিয়ো রামোস।
২০০৫ থেকে ২০২১ পর্যন্ত রিয়ালে থাকা রামোস জিতেছেন পাঁচটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ। এরপর যোগ দেন পিএসজিতে। সেখান থেকে আসেন সেভিয়ায়। বয়স ৩৮ বছর ছাড়িয়ে গেলেও রিয়ালে ফিরতে যে মানসিকভাবে তৈরি, এটাই রামোস বুঝিয়েছেন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। বাগানের মধ্যে পেশীবহুল শরীরে রামোসকে দৌড়াতে দেখে উচ্ছ্বসিত হতেই পারেন রিয়াল ভক্তরা।
এছাড়া রিয়ালের নজরে আছে আল নাসরের আয়মেরিক লাপোর্তা, লাৎসিওর মারিও জিলা, নাপোলির রাফা মারিন, বেনফিকার আন্তোনিও সিলভা ও লাইপজিগের লুকেবা।