Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট বাতিল

ss-shajalal airport-6-8-24 2
[publishpress_authors_box]

যাত্রী স্বল্পতার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরে একটি সূত্রে জানা গেছে, ১৫টির মতো আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।

শেখ হাসিনার পদত্যাগ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছয় ঘণ্টা বন্ধ থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সকাল সন্ধ্যাকে বলেন, সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘণ্টা বন্ধ থাকায় বিমানের ৫টি অভ্যন্তরীণ এবং ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়ে যায়। সেগুলো রিশিডিউল করে বিমানবন্দর চালুর পরপরই ঢাকা ছেড়ে যায়।

তিনি জানান, ভারতের কলকাতা ও দিল্লিতে বিমানের আজকের ফ্লাইট সময়মতো ঢাকা ছাড়বে।

তবে ভারতগামী কয়েকটি বিদেশি বিমানসংস্থার ফ্লাইট আজ বাতিল হয়েছে। ভারতের এয়ার ভিসতারার এক কর্মকর্তা সকাল সন্ধ্যাকে জানান, মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে দিল্লিগামী এবং বেলা পৌনে ১২টার মুম্বাইয়ের দুটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। যাত্রী স্বল্পতা এবং যাত্রীরা সময়মতো বিমানবন্দরে আসতে না পারার কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে বুধবারের ফ্লাইট এখনও বাতিল হয়নি।

এদিকে দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম সকাল সন্ধ্যাকে বলেন, সোমবার বিমানবন্দর বন্ধ থাকায় তাদের আন্তর্জাতিক রুটের কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়। সেগুলো রাতেই ঢাকা ত্যাগ করে।

বিমানবন্দর সচল হওয়ার পর কিছু কিছু ফ্লাইট বাতিল হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে বলে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত