২০১৯ সালে ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক নাসিম শাহর। এর ঠিক আগের দিন মারা যান তার মা। মা হারানোর বেদনা নাসিমের চেয়ে ভালো বুঝবেন আর কে?
নাসিম শাহর অপর দুই ভাই হুনাইন শাহ ও উবাইদ শাহ এবারের পিএসএলে খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডে। তিন ভাই সতীর্থ হিসেবে পেয়েছেন শাদাব খানকে। রবিবার রাতে মুলতান সুলতানসের বিপক্ষে ইসলামাবাদের ম্যাচের হঠাৎ মাঠে এসেছিলেন শাদাব খানের মা।
তিনি জানতেন শাহ ভাইদের মা হারানোর কথা। তিন ভাইকেই জড়িয়ে ধরেন শাদাবের মা। শাহ ভাইয়ের সঙ্গে ছবি তোলার জন্য পোজও দেন। তৈরি হয় ভালোবাসার অন্যরকম এক মুহূর্ত।
শাদাব খানের মায়ের এমন ভালোবাসায় আপ্লুত নাসিম শাহ। সেই সময়টার ভিডিও তিনি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। আর লিখেছেন, ‘‘যেখানে ভাবি না, এমন জায়গাতে মায়ের ভালোবাসা খুঁজে পাওয়া সব সময় আশীর্বাদের। শাদাবের মা আমার কাছে নিজের মায়ের মতই। এটা এও স্মরণ করিয়ে দেয় যে ভালোবাসার কোন সীমানা নেই।’’
মুলতানকে ৩ উইকেটে হারিয়ে প্লে–অফে জায়গা করে নেয় শাদাব-নাসিমদের ইসলামাবাদ।