Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

শাহরুখ খানকে হুমকির অভিযোগে আইনজীবী গ্রেফতার

শাহরুখ খান
প্রতিবছর জন্মদিনের রাতে নিজের বাসার বারান্দায় এসে ভক্তদের দেখা দিতেন শাহরুখ খান। তবে এ বছর হাজারো ভক্ত জড়ো হলেও আসেননি বলিউড বাদশাহ।
[publishpress_authors_box]

বলিউড অভিনেতা শাহরুখ খানকে হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ

ছত্তিশগড়ের রাজ্যের ওই আইনজীবীর মোবাইল নম্বর থেকেই কিং খান কে হুমকি দেওয়া হয়েছিল, বলে জানিয়েছে এনডিটিভি।

রোববার সকালে মুহাম্মদ ফয়জান খানকে তার ছত্তিশগড়ের রায়পুরের বাসা থেকে আটক করা হয়।

শাহরুখ হুমকি পাওয়ার পরপরই ফয়জান খানের সন্ধান পায় পুলিশ। তবে সে সময় ঐ আইনজীবী জানিয়েছিলেন তার মোবাইল চুরি হয়ে গিয়েছে, এমন কি থানায় ডায়েরিও করে রেখেছিলেন তিনি।

মুম্বাই পুলিশের কাছে উড়োফোন শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করার পরই তদন্তে শুরু হয়।
প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দিতেন শাহরুখ খান।

তবে এ বছর হাজারো ভক্ত জড়ো হলেও আসেননি বলিউড বাদশাহ। অন্যান্য বারের চেয়ে এবার তার বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত