টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই ভারতের কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়। তিনি আর মেয়াদ বাড়াতে চান না। তাই নতুন কোচের জন্য অনলাইনে আবেদন চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৭ মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া উন্মুক্ত ছিল সবার জন্য।
সেই সময়কাল শেষে জমা পড়েছে প্রায় ৩ হাজার ৪০০ আবেদন! তাতে নাম আছে বলিউড বাদশাখ্যাত শাহরুখ খান, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও!
সবই আসলে ভুয়া আবেদন। তাই ৩ হাজার ৪০০ জনের মধ্য থেকেও কোচ করার কাউকে খুঁজে নিতে কষ্ট হচ্ছে বিসিসিআইয়ের!
এ নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ‘‘আগের বারও এমনটা হয়েছিল। বোর্ডের কাছে প্রচুর ভুয়া আবেদনপত্র জমা পড়েছিল। এবারও তাই হয়েছে। বোর্ড যেহেতু গুগল ফর্মে আবেদন নেয়, তাই খুব সহজেই সাধারণ মানুষ নাম দিতে পারে।”
রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গাররা অনীহা জানিয়েছিলেন ভারতের কোচ হতে। পরে বিসিসিআই থেকে জানানো হয়, তাদের আসলে কোচ হওয়ার প্রস্তাবই দেয়নি বিসিসিআই।
ভারতের পরবর্তী কোচ হতে ফেভারিট ভাবা হচ্ছে গৌতম গম্ভীরকে। তার হাত ধরে ১০ বছর পর এবার আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স।