রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডানকি’ আবারও মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর ঘটনায় সিনেমাটি আবারও প্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকেই।
অনলাইন নিউজ পোর্টাল মিড-ডে’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ‘ডানকি’ সিনেমাটি পুনরায় মুক্তির ব্যাপারে নড়েচরে বসেছে।
শাহরুখ খান এবং তাপসী পান্নু অভিনীত ‘ডানকি’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র হরদয়াল সিং। এই চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। হরদয়াল ওরফে ‘হার্ডি’ সিং তার পাঞ্জাবি বন্ধুদের এক অবৈধ পথে যুক্তরাজ্যে পাড়ি জমাতে সহায়তা করে। অবৈধ অভিবাসীদের ঝুঁকি আর সংগ্রামের বিষয়টি এই গল্পের মূল সূর।
এদিকে পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছেন ‘ডানকি’ পুনঃমুক্তির ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে এই মুহূর্তে সিনেমাটির প্রাসঙ্গিকতা স্বীকার করে তিনি বলেন, “পাঞ্জাব থেকে অবৈধ অভিবাসন বহু বছর ধরেই চলছে। কিন্তু দেশের মানুষ এটা মাত্রই জানতে শুরু করেছে।”
মিড ডে’র ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলচ্চিত্র পরিবেশকরা আবারও সিনেমাটি প্রেক্ষাগৃহে আনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বলিউড সিনেমা ‘ডানকি’ ২০২৩ সালে মুক্তি পায়।