বড় সিদ্ধান্তই নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বাদ দিয়েছে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সরফরাজ আহমেদদের মতো তারকাদের।
এর আগে নিজের জামাই শাহিনের নেতৃত্ব কেড়ে নেওয়ার সমালোচনা করেছিলেন শহীদ আফ্রিদি। তবে এবার টেস্ট দল থেকে শাহিনের বাদ পড়াটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
শহীদ আফ্রিদি ‘এক্স’-এ লিখেছেন, ‘‘বাবর, শাহিন, নাসিমদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তকে সমর্মন জানাচ্ছি। এটা শুধু এই চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ক্যারিয়ার লম্বা করতেই সাহায্য করবে না, পাশাপাশি তরুণ প্রতিভাবানদের পরীক্ষা করার সুযোগও তৈরি করবে। ভবিষ্যতের জন্য শক্তিশালী বেঞ্চ গড়াটাও জরুরি।’’
এই তারকাদের বাদ দেওয়ার সমালোচনা করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার ফখর জামান। তিনি ‘এক্স’-এ লিখেছিলেন, ‘‘২০২০ থেকে ২০২৩ সালে বিরাট কোহলির গড় খুবই কম ছিল, ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। তবু ভারতীয় বোর্ড কোহলির পাশে ছিল। অথচ আমরা নিজেদের সেরা ক্রিকেটারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি, তর্কাতীতভাবে পাকিস্তানের সবচেয়ে সেরা খেলোয়াড় বাবর।’’
ফখর বোর্ড-এর চুক্তিভুক্ত খেলোয়াড় হওয়ায় এমন সমালোচনা ভালোভাবে নেয়নি পিসিবি। তাকে শোকজ নোটিশ দিয়েছে পিসিবি। এমন পোস্টের ব্যাখ্যা দেওয়ার জন্য সাত দিন সময়ও বেঁধে দিয়েছে তারা।