Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে থাকবেন আফ্রিদি?

শাহিন আফ্রিদি-৫
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

এখনকার পাকিস্তান দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। সব ফরম্যাটেই তিন সমান কার্যকর। সামনেই ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে পাকিস্তান। দুই টেস্টের এই সিরিজের দলে কি থাকবেন শাহিন আফ্রিদি? পাকিস্তানের সংবাদ মাধ্যমের যে খবর তাতে এই সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন বাঁহাতি পেসার।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এই ব্যর্থতার তদন্ত চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। এখানে শাহিন আফ্রিদির বিষয়টিও উঠে এসেছে। তার বিরুদ্ধে কোচের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ।

পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদ পিসিব চেয়ারম্যান মহসিন নাকভির কাছে বিশ্বকাপ ব্যর্থতার প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানেই কোচের সঙ্গে শাহিন আফ্রিদির খারাপ ব্যবহারের বিষয়টি উঠে এসেছে।

পাকিস্তানের মিডিয়ার খবর, ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন বাঁহাতি পেসার। ঘটনাটা বিশ্বকাপের আগে। গত মে মাসে ইংল্যান্ড সফরের সময় ইউসুফের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। জিও নিউজের খবর, নেটে বল করার সময় বারবার ‘নো’ করছিলেন শাহিন আফ্রিদি। পাশেই দাঁড়িয়ে বোলিং দেখা ইউসুফ তাকে সতর্ক করছিলেন ‘নো’ হচ্ছে জানিয়ে।

কিন্তু শাহিন আফ্রিদি কথা কানে তুলছিলেন না। ওদিকে ‘নো’ হওয়ার বার্তা দিয়েই যাচ্ছিলেন ইউসুফ। একটা পর্যায়ে নাকি রেগে যান শাহিন আফ্রিদি। তিনি ইউসুফকে বলেন, “আপনি নিজের কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন।” উত্তরে ইউসুফ জানান, “আমি আমার কাজই করছি।” এরপরই বাকবিতণ্ডায় জড়ান দুজন।

ওই ঘটনায় শাহিন আফ্রিদির ওপর কোনও ব্যবস্থা নেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্বকাপ ব্যর্থতার পর ইংল্যান্ডের ঘটনাটি আবার সামনে এসেছে। পিসিবি নাকি খুবই বিরক্ত শাহিন আফ্রিদির আচরণে।

পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই পেসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি। সেটিরই শাস্তি হিসেবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন শাহিন আফ্রিদি। শুধু তিনি নন, দলের আরও দুই-তিন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর পাকিস্তানি মিডিয়ার।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত