শাহিন শাহ আফ্রিদির নেতৃত্ব হারানো নিয়ে জলঘোলা কম হয়নি পাকিস্তান ক্রিকেটে। তাকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে পুনরায় বাবর আজমকে ফেরানোর ঘটনায় তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি এখনও পুরোপুরি ঠাণ্ডা হয়নি। এর মাঝেই পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলবেন না বাঁহাতি পেসার।
পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজ থেকে পাকিস্তান দল রোটেশন পদ্ধতিতে যেতে চাইছে। সেটির অংশ হিসেবে শাহিনকে প্রথম দুই ম্যাচে ‘বিশ্রাম’ দেওয়া হবে বলে জানিয়েছে জিও নিউজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে তাদের।
সামনের জুনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের এই প্রতিযোগিতায় নামার আগে সব খেলোয়াড়কে দেখে নিতে চাইছে পাকিস্তান। এছাড়া দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় যাতে ইনজুরিতে না পড়েন, সেই লক্ষ্যে খেলোয়াড় অদলবদল করে খেলানোর পরিকল্পনা তাদের। এ কারণেই নাকি প্রথম দুই টি-টোয়েন্টি খেলবেন না শাহিন। তবে শেষের তিন টি-টোয়েন্টিতে দেখা যাবে এই পেসারকে।
নিউজিল্যান্ড সিরিজের আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব হারিয়েছেন শাহিন। তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বাবরকে। গত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন এই ব্যাটার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে আবার তাকে দেওয়া হয়েছে সাদা বলের নেতৃত্ব।
বাবর দায়িত্ব ছাড়ার পর মাত্র এক সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন শাহিন। এরপরই ছাঁটাই হয়েছেন। এ নিয়ে পিসিবিতে ছোটখাটো একটা ঝড়ই বয়ে গেছে। শাহিনের অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় খেপেছেন পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার, যার মধ্যে ছিলেন তার শ্বশুর শহীদ আফ্রিদিও।
পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাইম আইয়ুব, উসমান খান, ইফতিখার আহমেদ, আজম খান (উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, ফখর জামান, ইরফান খান নিয়াজি, উসমান মীর, জামান খান।