Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বিশ্বকাপের আগেই নেতৃত্ব হারাচ্ছেন আফ্রিদি!

১২১
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

শাহীন শাহ আফ্রিদির পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়াটা মানতে পারেননি তারই শ্বশুর শহীদ আফ্রিদি। সরাসরিই বলেছিলেন,‘‘এই দায়িত্বটা নেওয়া উচিত হয়নি আফ্রিদির।’’

পিএসএলে শাহীন শাহ আফ্রিদির হাত ধরে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স। এমন সাফল্যে বাবর আজমের পদত্যাগের পর টি-টোয়েন্টি ফরম্যাটে বেছে নেওয়া হয় তাকে। কিন্তু জুনে হতে যাওয়া বিশ্বকাপের আগেই আফ্রিদির অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ছড়িয়েছে পাকিস্তানি মিডিয়ায়।

‘ক্রিকেট পাকিস্তান’ ও ‘টাইমস নাও’ জানাচ্ছে, বিশ্বকাপের আগে শাহীন আফ্রিদির জায়গায় নেতৃত্বে ফিরিয়ে আনা হতে পারে বাবর আজমকে। বাবর রাজি না হলে দায়িত্বটা পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে বোর্ডেরই কিছু কর্তা বুঝিয়েছেন, ‘‘পাকিস্তানের নেতৃত্ব দেওয়ার মত অভিজ্ঞ আর বয়স এখনও হয়নি আফ্রিদির।’’ তাছাড়া তিনি অধিনায়ক হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১’এ হেরেছিল পাকিস্তান।

শাহীন আফ্রিদির পিএসএলের দল লাহোর এবার ১০ ম্যাচে জিতেছে কেবল ১টি।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে নেতৃত্ব নিয়ে চাপেই আছেন শাহীন আফ্রিদি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত