ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতি হয়েছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তর দল দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ৬ নম্বরে। সমান ৫ ম্যাচে ২ জয় ও ৩ হার নিয়ে শ্রীলঙ্কা আর বাংলাদেশের পয়েন্ট ৪০.০০। তবে শ্রীলঙ্কা ৫ আর বাংলাদেশ রয়েছে ৬-এ।
রাওয়ালপিন্ডি টেস্টের আগে আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। এখন পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল বাংলাদেশ। ৬ টেস্টে ৩৮.৮৯ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা ৭ ও ৬ টেস্টে ৩০.৫৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে ৮-এ।
৯ টেস্টে ৬৮.৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার ১২ টেস্টে পয়েন্ট ৬২.৫০। শীর্ষ দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
এদিকে পাকিস্তানি গণমাধ্যমের খবর, বাংলাদেশের বিপক্ষে হারের পর ওয়াকার ইউনিস পদত্যাগ করেছেন পিসিবি চেয়ারম্যানের অ্যাডভাইজার অব ক্রিকেট অ্যাফেয়ার্স পদ থেকে। বাংলাদেশ ম্যাচের ফল অবশ্য এজন্য ভূমিকা রাখেনি। তিন সপ্তাহ আগে দায়িত্ব নিলেও কয়েকদিন ধরে অফিস করছিলেন না ওয়াকার।
এই পদে প্রস্তাব করা হয়েছিল ওয়াসিম আকরামকে। কিন্তু তিনি না করার পর দায়িত্ব নেন ওয়াকার। তবে তিন সপ্তাহও টিকলেন না তিনি। এই পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। ধারণা করা হচ্ছে ওয়াকার ফিরতে চান পাকিস্তান দলের মেন্টর হিসেবে। পাকিস্তানে প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছিলেন ওয়াকার।
এদিকে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানকে একহাত নিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। শহীদ আফ্রিদি তাদের অন্যতম। ‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘‘১০ উইকেটের হার প্রশ্ন তুলে দেয় আমরা এই ধরনের পিচ কেন তৈরি করলাম, চার জন ফাস্ট বোলার কেন খেলালাম আর বিশেষজ্ঞ স্পিনার কেন রাখলাম না? হোম কন্ডিশন নিয়ে সচেতনতার অভাবই দেখা যাচ্ছে। তবে বাংলাদেশ টেস্টজুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে এর কৃতিত্ব দিতেই হবে।’’