Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কামরাঙ্গীরচরে ‘শহীদ মুগ্ধ ব্রিজ’

আগে এখানে একটি সেতু ছিলই। কিন্তু বুড়িগঙ্গা নদীতে খাল খননের সময় ভেঙে ফেলা হয় ঢাকার লালবাগের সঙ্গে কামরাঙ্গীরচরের ৮ নাম্বার গলির বাসিন্দাদের সংযোগ সেতু?
আগে এখানে একটি সেতু ছিলই। কিন্তু বুড়িগঙ্গা নদীতে খাল খননের সময় ভেঙে ফেলা হয় ঢাকার লালবাগের সঙ্গে কামরাঙ্গীরচরের ৮ নাম্বার গলির বাসিন্দাদের সংযোগ সেতু? ছবি : জীবন আমীর
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
তারপর প্রায় দুই মাস। এ পথ পেরোতে পোহাতে হতো প্রবল ভোগান্তি। কোনও যানবাহন নিয়ে এপার থেকে ওপারে যাওয়া যেত না। বাসিন্দাদের যেতে হতো নানা পথ পেরিয়ে?  ছবি : জীবন আমীর
নিজেদের কষ্ট কমানোর উদ্যোগ নেয় এলাকাবাসী। তারা নিজেদের উদ্যোগে সেখানে একটি কাঠের সেতু তৈরি করে। ছবি : জীবন আমীর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামে সেতুটির নাম দেওয়া হয়েছে শহীদ মুগ্ধ সেতু। ছবি : জীবন আমীর
গত ১১ সেপ্টেম্বর এই সেতুটি উদ্বোধন করেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. মনির হোসেন। ছবি : জীবন আমীর
এখন সহজেই এপথ পাড়ি দিতে পারছেন ছোট-বড় সকলেই। ছবি : জীবন আমীর

আরও পড়ুন