Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ শাহরুখ খানের ‘ক্যামিও’

Love and War
[publishpress_authors_box]

সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বলিউডের আকাশে বাতাসে চলছে এমন গুঞ্জন। জানা গেছে, সিনেমাটির অতিথি শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য শাহরুখের সঙ্গে কথা বলেছেন বানসালি।

চলচ্চিত্র বিষয়ক পোর্টাল ‘বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড’ জানাচ্ছে, এক বিশেষ চরিত্র নিয়ে আলোচনা করতে শাহরুখ নাকি বানসালির সঙ্গে দেখা করেছেন। বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে ২০২৫ সালের জানুয়ারি থেকে শাহরুখ শুটিং শুরু করবেন।

তিনি এ সিনেমায় একটি ‘ক্যামিও’ বা স্বল্পস্থায়ী চরিত্রে অভিনয় করবেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ এগিয়ে যাচ্ছে ধীরে সুস্থে। এই সিনেমার আরেক তারকা রণবীর কাপুর ইতিমধ্যে শুটিং শুরু করেছেন। আলিয়া ভাট আর ভিকি কৌশলও যোগ দিয়েছেন শুটিংয়ে।

বানসালির প্রস্তুতি দেখে অনেকেই মনে করছেন, আরও একটি ভিজুয়্যাল মাস্টার পিস হয়তো আবারও তিনি উপহার দিতে যাচ্ছেন। আর শাহরুখের যোগ দেওয়ার খবরে উত্তেজনা যেন আরও বেড়ে গেল।   

শাহরুখ যদি সত্যিই শুটিং- এ যুক্ত হন, তবে তার ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রটিই সিনেমার উচ্চতা এক ভিন্ন জায়গায় নিয়ে যাবে বলে অনেকের বিশ্বাস।

সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ভাট এবং রণবীর কাপুর আগে কাজ করলেও, ভিকির সঙ্গে এটাই বানসালির প্রথম কাজ।

‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাবে ২০২৬ সালের মার্চ মাসে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত