Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সিগারেট ছেড়ে দিলেন দিনে ১০০ বার ধূমপান করার রেকর্ড থাকা কিং খান

Sharukh Khan quit smoikng
[publishpress_authors_box]

সারা দিন কাজ ও ধূমপানে ডুবে থাকতেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নাকি দিনে ১০০টা সিগারেট খেতে পারেন। নিজের ৫৯তম জন্মদিনে সেই অভ্যাসে ইতি টানলেন বলিউড বাদশাহ।

ইন্ডিয়ান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মদিনে ভক্তদের সাক্ষী রেখে কিং খান জানিয়েছেন ধূমপান ছেড়েছেন তিনি। শনিবার মুম্বাইয়ের বান্দ্রায় তার ফ্যানক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দিয়েছেন।

ভক্তদের সামনে তিনি বলেন “আমি আর ধূমপান করছি না।” তবে তিনি ধূমপান ছাড়ার পরও নাকি কিছু শারীরিক সমস্যা অনুভব করছেন শাহরুখ।

এবারের জন্মদিন একটু ভিন্নভাবেই পালন করলেন শাহরুখ খান। প্রতি বছর নিজের বাসা ‘মান্নাত’-এর ছাদে দাঁড়িয়ে ভক্তদের সাথে দেখা করার বদলে এবার তিনি বান্দ্রার ‘মিট অ্যান্ড গ্রিট’ নামের এক ইভেন্টে অংশ নেন। এই ইভেন্টে এমনকি চীন থেকেও এসেছিল শাহরুখ খানে ভক্ত।

শাহরুখ খানের জন্ম ১৯৬৫ সালে। অভিনয় করবেন বলে দিল্লি থেকে এসেছিলেন মুম্বাই। মোটে পাঁচ কি সাতটি সিনেমায় অভিনয় করার বাসনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে তিনি বনে গেছেন সুপারস্টার।

১৯৯২ সালে দিব্য ভারতীর সাথে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘দিওয়ানা’।

নানান চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন শাহরুখ। বলিউডের পরিবর্তনশীল ট্রেন্ডের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছেন নিজেকে। কখনও তার সাফল্যে বক্স অফিস যেমন ঝলমল করেছে, আবার কখনো একের পর এক ফ্লপ ছবিও হতাশ করেছে ভক্তদের।

কোভিড মহামারীর পূর্বের কয়েক বছর শাহরুখের পরপর চারটি সিনেমা ফ্লপ হয়। তাই বিরতি নেন তিনি। এরপর ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে আবারও বলিউড জয় করে নেন শাহরুখ। ঐ বছরই ‘জাওয়ান’ সিনেমার মুক্তি দিয়ে নিজেকে নিয়ে যান সাফল্যের অন্য উচ্চতায়। আর ‘ডানকি’ সিনেমাও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ।

শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ দিয়ে। প্রায় ৩৫ বছর পরে ছোটপর্দায় ফিরছে ‘ফৌজি ২’।

শাহরুখের জন্মদিন উপলক্ষে ‘ফৌজি ২’এর ট্রেইলার প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত