প্রথম সংসার বড়পর্দায় তার দীর্ঘদিনের জুটি অপু বিশ্বাসের সঙ্গে। দ্বিতীয় বিয়ে করেছেন সংবাদ উপস্থাপক থেকে তার বিপরীতে অভিনয় করে রাতারাতি নায়িকা বনে যাওয়া বুবলিকে। দুটি সংসারেই আছে দুটি পুত্র সন্তান। কিন্তু কোন সংসারেই মন বসেনি শাকিব খানের। এবার তিনি ইঙ্গিত দিলেন সংসারী হওয়ার।
নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ইঙ্গিত দিলেন থিতু হওয়ার।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে শাকিব খান আবার বিয়ে করবেন, পাত্রী ‘চিকিৎসক’, এমন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনও তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনও বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে।
মূলত মা বাবার মুখের দিকে তাকিয়েই এবার সন্তান শাকিব খান সংসারী হওয়ায় মত দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি- “আমার বাবা-মার যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।”
দীর্ঘ সাক্ষাৎকারটিতে শাকিব খান কথা বলেছেন সাম্প্রতিক গণ আন্দোলন, চলচ্চিত্রের নানা সংকট ও সম্ভাবনার দিক নিয়ে।
সাক্ষাৎকারটিতে নিজেকে অরাজনৈতিক দাবি করে শাকিব খান বলেন, “আমার কোনও অসুবিধে নেই। আমি একজন অরাজনৈতিক মানুষ। সব সময় দেশ ও দেশের মানুষের পক্ষে।”
বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ঢালিউড কিং এর তুফান ছবিটি দর্শকপ্রিয়তা পেলেও ফ্লপ হয়েছে পশ্চিমবঙ্গের বড়পর্দায়।
এর কারণ অনুসন্ধানে শাকিব খানের জবাব, “কলকাতায় বাণিজ্যিক ছবির বাজার খুবই মন্দা। যতটুকু গিয়ে দেখলাম, খোঁজখবর নিলাম ওখানকার বড়বড় তারকারই কত চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু অনেক বছর ধরে কলকাতার মূলধারার বাণিজ্যিক ছবির বাজার ভাল নয়।”
বলিউড নায়িকা সোনাল চৌহানকে সঙ্গে নিয়ে শাকিব খানের নতুন ছবি ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে নভেম্বরে। অনন্য মামুন পরিচালিত ছবিটিতে কো-আর্টিস্ট প্রসঙ্গে বেশ উচ্ছ্বসিত শাকিব।
তিনি বলেন, “সোনাল ভীষণ সহযোগিতা করেছেন। চেষ্টা করেছেন ভেঙেচুরে নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় ওঁর যে মনোযোগ দেখেছি, আমার খুব ভাল লেগেছে, খুব খুশি কাজ করে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে ‘দরদ’ ছবিটি দেখানো হবে, দর্শকের ওর কাজ ভাল লাগবে।”
“বাংলাদেশের জনগণের সাম্প্রতিক ভারত বিদ্বেষী মনোভাব নিয়েও মন্তব্য করেছেন শাকিব। বাংলাদেশের ইলিশ মাছ তো ঠিকই যাচ্ছে। আমাদের ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন, বিভিন্ন কূটনৈতিক আলোচনাও হচ্ছে। প্রতিবেশী হিসেবে আমাদের পরস্পরের মিলেমিশে থাকা উচিত।”
প্রতিবেশী দুই দেশের এমন সংকট সাময়িক বলেই মনে করেন শাকিব। বিদ্বেষপূর্ণ মনোভাব কখনোই একপাক্ষিক নয় বলেও তার মন্তব্য এসেছে।
“কিছু মানুষ এখান থেকে এক কথা বললে, ওখান থেকেও কিছু মানুষ বাংলাদেশ নিয়ে কুমন্তব্য করছেন! মানুষের আবেগের জায়গা থেকে মতামতের একটা বিভেদ থাকতে পারে। আর সম্পর্ক থাকলে ভাঙাগড়া থাকেই। কিছু দিন পর আবার ঠিক হয়ে যায়। এ সব নিয়ে আমি একদমই ভাবিত নই। সমস্যা থাকলে দুই দেশের নীতি নির্ধারকেরা তার সমাধান খুঁজে বার করবেন। আমি মনে করি, এশিয়ান হিসেবে আমাদের মিলেমিশে থাকা উচিত।”
সাম্প্রতিক ছাত্রজনতার গণভ্যুত্থান প্রসঙ্গেও নিজের সুস্পষ্ট অবস্থা জানান তিনি। দেশে আন্দোলন চলাকালিন দেশের বাইরে ছিলেন এ তারকা।
“দুবাই গিয়ে প্রথম জানতে পারি দেশের এমন অবস্থা। তৎক্ষণাৎ আমি আমার সমাজমাধ্যমে দেশ ও মানুষের পক্ষে থাকার কথা জানিয়েছিলাম। পরিস্থিতি খারাপ হওয়ায় একধিক বার মানুষের পক্ষে সমর্থন দিয়ে পোস্ট দিয়েছি। আগেও বলেছি, আমি অরাজনৈতিক মানুষ। সব সময় দেশ ও মানুষের পক্ষে এবং তাদের জন্য আমি সব সময় কাজ করে যাচ্ছি।”
পিতা-মাতার বাধ্যগত শাকিব সংসারী হওয়ার টানে তৃতীয় বিয়ের দিকে মত দিলেও সাবেক দুই স্ত্রী অপু-বুবলির ঘরে তার দুই সন্তানকে নিয়েও ভাবনা আছে তার।
“ওরা এখনও অনেক ছোট। বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাব।”
অপু-বুবলিকে জীবনের অতীত জানিয়ে দাম্পত্যে নানা সংঘাত ও বিচ্ছেদ প্রসঙ্গে শাকিব শাকিব বলেন,
“কোনও ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। ‘লাইফ ইজ় আ জার্নি’।”
শাকিব জানান, চলতি মাসেই মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ ছবির শুটিংয়ে অংশ নিবেন তিনি। জানালেন, তুফান এর সাফল্যের পর তুফান-২ এর চিত্রনাট্যও তাকে আশান্বিত করেছে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ।