Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

হত্যা মামলায় ফের রিমান্ডে শাজাহান খান

ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে সোমবার হাজির করা হয় শাজাহান খানকে।
ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে সোমবার হাজির করা হয় শাজাহান খানকে।
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় রফিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

সোমবার সকালে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালত এই অনুমতি দেয়।

এদিন শাজাহান খানকে আদালতে হাজির করে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে মিজানুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আসামির চার দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তর বাড্ডায় বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম। সেখানে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নিহতের মামা লুৎফুর রহমান মামলা করেন। 

গত ৫ সেপ্টেম্বর ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

এরপর একাধিক হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত