Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

‘বাংলাদেশ দলটা শেষ হয়ে গেছে’

s3
[publishpress_authors_box]

আইসিসির বর্ষসেরা টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে বাংলাদেশের কেউ নেই। দলে নেই সাকিব আল হাসানও। বিশ্বমঞ্চে বাংলাদেশের এমন পরিণতি দেখে হতাশ ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

সাকিবকে নিয়ে এর আগে আকাশ চোপড়া বলেছিলেন ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)। সেই সাকিব দলে না থাকায় নিজের ইউটিউব চ্যানেলে হতাশা প্রকাশ করে আকাশ চোপড়া বললেন, ‘‘আগে সাকিব ছিল। এখন বাংলাদেশ দলের নাম কোথাও দেখা যাচ্ছে না। আইসিসির বর্ষসেরার কোনো দলে বাংলাদেশের একজন ক্রিকেটারও নেই। বাংলাদেশ দলটা শেষ হয়ে গেছে।’’

অদূর ভবিষ্যতে বাংলাদেশের কাউকে কি আইসিসির বর্ষসেরা একাদশের কোন দলে দেখা যাবে? এমন সম্ভাবনাও দেখছেন না আকাশ। বাংলাদেশ নিয়ে হতাশাই জানালেন তিনি, ‘‘আমি ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলোটা কী। সে নেই (সাকিব), দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না। খতম। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট- কোথাও কোনো বাংলাদেশি নেই। মাঠে ও মাঠের বাইরে তাদের শুধু পতনই হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক এটা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত