Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

যাদের দুর্ভাগা ক্রিকেটার ভাবছেন সাকিব

বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার হতে পারতেন নাসির হোসেন। সেটা না পারায় তাকে দুর্ভাগা মনে হয় সাকিবের।
বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার হতে পারতেন নাসির হোসেন। সেটা না পারায় তাকে দুর্ভাগা মনে হয় সাকিবের।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

শেন ওয়ার্নের সময় ছিলেন স্টুয়ার্ট ম্যাকগিল। ওয়ার্নের জন্যই নিয়মিত একাদশে সুযোগ পাননি এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনার। আবার মুত্তিয়া মুরালিধরনের জন্য দিনের পর দিন বেঞ্চে কেটেছে রঙ্গনা হেরাথের।

বাংলাদেশের ক্রিকেটে এরকম প্রতিভার ছড়াছড়ি নেই। তারপরও দুর্ভাগা ক্রিকেটার রয়েছেন অনেক। যারা হয়তো আরও বেশি সুযোগ পেলে সমৃদ্ধ করতে পারতেন ক্যারিয়ারটা। অথবা নিজের সেরাটা খেলতে পারলে হতে পারতেন বিশ্বমানের তারকা।

বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ক্রিকেটার কারা? আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেইসবুক পেজে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান নাম নিলেন কয়েকজনের। প্রশ্নকারী নাম নেন নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েসদের।

 সাকিব তাতে সম্মতি জানিয়ে বলেন, ‘‘এ রকম আরও অনেক খেলোয়াড় আছে।এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন,আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারতো।’’

প্রতিভাবান হলেও নিজেকে মেলে ধরতে পারেননি সাব্বির রহমান।

সাক্ষাৎকারটা আগের নেওয়া। এর একটা অংশে সাকিব নিজের সমালোচনাকারীদের নিয়ে বলেছিলেন, ‘‘যে গাছটা বেশি উঁচু সেখানে বাতাস বেশি লাগে।’’ আগের নেওয়া সাক্ষাৎকার বলে কাউন্টি ক্রিকেটে সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে কোনো কথা নেই সাকিবের। এখানে শুধু কথা বলেছেন দুর্ভাগা ক্রিকেটারদের নিয়েই।

ইমরুল, সাব্বির, মিঠুন, নাসিরদের নিয়ে সাকিব বললেন, ‘‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’’

সাকিব আরও যোগ করেন, ‘‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত