মিরপুরে শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। দুবাই পর্যন্ত এলেও সরকারের সবুজ সংকেত না পাওয়ায় আসতে পারেননি দেশে। এরপর থেকেই প্রশ্ন উঠে, শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব খেলবেন কিনা?
আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে সাংবাদিকদের বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানালেন নিজেই আফগানদের বিপক্ষে খেলতে চান না সাকিব। ফারুক বললেন, ‘‘মিরপুরে টেস্ট খেলার জন্য সাকিবকে নিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি সম্ভব হয়নি। আমাদের পক্ষে বিষয়টি সহজ ছিল না, তবে সবকিছু স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছি। সাকিবের এখন যে মানসিক অবস্থা এবং ক্রিকেটে ফিরতে সে নিজেই একটু সময় চেয়েছে।’’
সাকিব এরই মধ্যে ফারুক আহমেদকে জানিয়েছেন, টি–টেন লিগ খেলে নিজের ফিটনেস ও ফর্ম যাচাই করতে চান তিনি, ‘‘সাকিব যদি সেখান থেকে নিজেকে প্রস্তুত মনে করেন, তবে আগামী সিরিজগুলোয় তার ফেরার সম্ভাবনা রয়েছে। আপাতত আফগানিস্তান সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই। মনে হচ্ছে এই সফরটা সে মিস করবে।’’
নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়তে চান, এ নিয়ে ফারুক কথা বলেছিলেন মিরপুর। সেই একই কথা বললেন চট্টগ্রামেও। আর শান্ত যদি সরে যান তাহলে মেহেদী হাসান মিরাজ যে অধিনায়ক হওয়ার দৌড়ে, সেই ইঙ্গিতও দিলেন ফারুক, ‘‘অবশ্য মিরাজ ইজ ওয়ান, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়ক ছিল। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যে কোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে …যদি সে (শান্ত) কন্টিনিউ করতে না পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার।’’