Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

কপিল-ক্যালিসদের পাশে বসার হাতছানি সাকিবের

sh`
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

সর্বকালের সেরা অলরাউন্ডারদের ছোট্ট তালিকায় অনায়াসেই জায়গা পান সাকিব আল হাসান। তিন ফরম্যাটেই নানা কীর্তি তার। এবারের ভারত সফরে হাতছানি রয়েছে চার কিংবদন্তি অলরাউন্ডারের পাশে বসার।

টেস্ট ইতিহাসে কেবল চার অলরাউন্ডার কপিল দেব, জ্যাক ক্যালিস, ইয়ান বোথাম ও ডেনিয়েল ভেট্টরির কীর্তি রয়েছে ৪ হাজার ৫০০’র বেশি রানের পাশাপশি ২৫০ উইকেট নেওয়ার। ৬৯ ম্যাচে সাকিবের টেস্ট রান ৪ হাজার ৫৪৩, উইকেট ২৪২টি। ভারত সফরে দুই টেস্টে ৮ উইকেট পেলেই এই চার কিংবদন্তির পাশে বসবেন তিনি।

একটা সময় ভেট্টরি কোচও ছিলেন সাকিবের। সেই ভেট্টরির পাশে বসার সুযোগ এখন তার সামনে।

দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ১৬৬ টেস্টে ১৩ হাজার ২৮৯ রান ও ২৯২ উইকেট নিয়ে রয়েছেন এই তালিকার শীর্ষে। ১৩১ টেস্টে ৫ হাজার ২৪৮ রান ৪৩৪ উইকেট ভারতের কপিল দেবের।

ইংল্যান্ডের ইয়ান বোথামের ১০২ টেস্ট রান ৫ হাজার ২০০ রান, উইকেট ৩৮৩টি। আর নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির ১১৩ টেস্টে ৪ হাজার ৫৩১ রান ও উইকেট ৩৬২টি। ভারত সফরে সাকিব কী পারবেন তাদের পাশে বসতে?

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত