Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ব্যাটে-বলে বিবর্ণ সাকিব

১৩ বলে ১৩ রান করেছেন সাকিব আল হাসান। ছবি : এক্স
১৩ বলে ১৩ রান করেছেন সাকিব আল হাসান। ছবি : এক্স
[publishpress_authors_box]

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফেরাটা স্মরণীয় হয়নি সাকিব আল হাসানের। অ্যান্টিনা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ১৬ বলে ১১ রান। কোনো চার, ছয় মারতে পারেননি। বল হাতে ১ ওভারে ৬ রান দিয়ে ছিলেন উইকেটহীন। দলও হেরেছিল ৬ উইকেটে।

আজ (রবিবার) দ্বিতীয় ম্যাচে বারবাডোজ রয়্যালসের বিপক্ষেও বিবর্ণ সাকিব। বল হাতে করেছেন ১ ওভার। সেই ওভারে খরচ ১৪ রান। ওভারটা এরকম ১, ০, ২, ৪,১, ৬। এরপর ব্যাট হাতেও ব্যর্থ সাকিব। ১৩ বলে করেছেন কেবল ১৩ রান।

ড্রেসিংরুম থেকে ইশারা পাওয়ার পর রিভার্স সুইপে বাউন্ডারি মেরেছেন সাকিব।

একটা অবশ্য বাউন্ডারি মেরেছেন সাকিব। তাও সেটা ড্রেসিংরুম থেকে রিভার্স সুইপ মারার ইশারা পাওয়ার পর। তিনি আউট হন আফগান স্পিনার মুজিব উর রহমানের বলে পাওয়েলকে ক্যাচ দিয়ে। এর অঅগে একবার ক্যাচ মিসের সুবাদে জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি।

 সাকিবের ব্যর্থতার দিনে ৬ উইকেটে ১৫১ রান করেছিল বারবাডোজ। কুইন্টন ডি কক খেলেন ৪৫ বলে ৫৭ রানের ইনিংস। শেষ দিকে ঝড় তুলেছিলেন রোভমান পাওয়েল। ২৪ বলে ৩ বাউন্ডারি ৫ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি। জেইডন সিলস ৪ ওভারে মাত্র ১৫ রানে নেন ২ উইকেট।

সাকিবের ব্যর্থতার দিনে তার দল ৬ উইকেটে জিতেছে কারিমা গোরের ৫৩ বলে ৬৪ রানের ইনিংসে। শেষ ২ ওভারে জয়ের জন্য ১৪ রান লাগত তাদের। ফ্যাবিয়েন অ্যালেনের ৬ বলে ১১ রানের ইনিংসে অ্যান্টিগা ম্যাচ জিতে ২ বল হাতে রেখে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত