Beta
শনিবার, ১৫ জুন, ২০২৪
Beta
শনিবার, ১৫ জুন, ২০২৪

টেনিস কোর্টে মৌমাছি, ক্রিকেট মাঠে সাপ

মৌমাছির আক্রমণে দুই ঘণ্টা স্থগিত ছিল আলকারাজের খেলা।
মৌমাছির আক্রমণে দুই ঘণ্টা স্থগিত ছিল আলকারাজের খেলা।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বৃষ্টির দাপটে খেলা বন্ধ। ক্রিকেট, টেনিস তো বটেই-অনেক সময় ফুটবল ম্যাচও স্থগিত হয় ভারি বৃষ্টিতে। তবে বৃষ্টি ছাড়াও আরও অনেক কারণে বন্ধ থেকেছে খেলা। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি প্যারিবাস ওপেনের কোয়ার্টার ফাইনালটাই যেমন থামিয়ে দিয়েছিল এক দঙ্গল মৌমাছি।

কার্লোস আলকারাজ-আলেক্সান্দার জভেরেভ ম্যাচের মাঝখানে হঠাৎ কোর্টে ঢুকে পড়ে মৌমাছি। ম্যাচে তখন ১–১ গেমে সমতা। আলকারাজ প্রথমে র‍্যাকেট চালিয়ে মৌমাছির আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছিলেন।

পরে তোয়ালে দিয়ে মুখ ঢেকে লুকিয়ে পড়েন আলকারাজ। আম্পায়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, মৌমাছির কারণে খেলা স্থগিত! দর্শকদেরও দেখা যায় মুখ ঢেকে উঠে যেতে। তারাও লুকোনোর জায়গা খুঁজছিলেন। এক ঘণ্টা ৪৮ মিনিট বন্ধ থাকে খেলা।

কোর্টে ফিরে ৬–৩, ৬–১ ব্যবধানের জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করেন আলকারাজ। এরপর মৌমাছির আক্রমণ নিয়ে বলেন, ‘‘টেনিস ম্যাচে আমি এমনকিছু দেখিনি কখনও। মৌমাছি দেখে ভয় পেয়েছিলাম। প্রথমে মনে হচ্ছিল অল্প কিছু হবে। এরপর আকাশে তাকিয়ে দেখি হাজারে হাজার উড়ছে। চুলেও এসে বসেছে, পাগলাটে অবস্থা।’’

মৌমাছি শুধু টেনিস কোর্টে নয়,অনেকবারই এসেছিল ক্রিকেট মাঠে। ১৯৮১ সালে ক্যান্ডিতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট কয়েক ঘন্টা বন্ধ ছিল এ কারণে।

লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিবদের ম্যাচে ঢুকে পড়েছিল সাপ।

সেই শ্রীলঙ্কায় ক্রিকেট ম্যাচ স্থগিত হয়েছিল মাঠে সাপ ঢুকে পড়ায়। গত বছর লঙ্কান প্রিমিয়ার লিগে গল-ডাম্বুলা ম্যাচের সময় হঠাৎ মাঠে দেখা যায় সাপ। বাংলাদেশের সাকিব আল হাসান বল করছিলেন তখন। সাকিব ব্যাপারটা খেয়াল করার পর বন্ধ ছিল খেলা। পরে মাঠকর্মীরা সাপ ধরে বস্তাবন্দি করলে শুরু হয় খেলা।

২০১৭ সালে রঞ্জি ট্রফিতে দিল্লি-উত্তর প্রদেশের ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল মাঠে একটি গাড়ি এসে পড়ায়! গৌতম গম্ভীর, ইশান্ত শর্মা, ঋষব পান্টের মত খেলোয়াড়া খেলছিলেন সেই ম্যাচ। সেই গাড়ি দুবার চক্করও দেয় পিচের চারদিকে। ছড়িয়ে পরে আতঙ্ক। পরে নিজের ভুল মেনে ক্ষমা চান গাড়ির ড্রাইভার।

রঞ্জির মাঠে হঠাৎ ঢুকে পড়েছিল গাড়ি।

২০১৭ সালে ব্লোমফন্টেইনে দক্ষিণ-আফ্রিকা বাংলাদেশ ম্যাচের প্রথম দিন লাঞ্চের পর খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে। কারণ বাংলাদেশ দলকে খাবার দেওয়া হয়েছিল বেশ পরে।

২০১৯ সালে নেপিয়ারে সূর্যের ‘অতিরিক্ত আলোয়’ স্থগিত ছিল নিউজিল্যান্ড-ভারতের একটি ওয়ানডে। তীব্র গরম নয়, সূর্যের আলোয় তাকাতেই সমস্যা হচ্ছিল ক্রিকেটারদের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত