পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরেননি সাকিব আল হাসান। তিনি ইংল্যান্ড উড়ে গেছেন সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে। আজ (সোমবার) টন্টনে শুরু হতে যাওয়া ম্যাচে সারে খেলবে সমারসেটের বিপক্ষে, সেই ম্যাচের একাদশে রয়েছেন সাকিব।
এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯ ম্যাচে খেলে সাকিব রান করেছেন ৪১২, উইকেট নিয়েছেন ৪২টি। টন্টনের যে মাঠে আজ খেলবেন সেখানে ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংসও আছে তার।
বিসিবি থেকে ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান। এই সময় একটা ম্যাচই খেলতে পারবেন তিনি, এরপর যোগ দিবেন দলের সঙ্গে ভারতে। সাকিবের সঙ্গে শুরুতে ৪–৫ ম্যাচ খেলার আলোচনা হয়েছিল সারের।
ভারত সিরিজের জন্য অবশ্য এক ম্যাচের বেশি খেলা হবে না তার। আর এই এক ম্যাচেই ছাপ রাখতে চান সাকিব, ‘‘বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব সারে। এই ক্লাবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুশি। এখানে এসেছি আমি। এখন ছাপ রাখতে চাই আর সাহায্য করতে চাই দলের লক্ষ্যপূরণে।’’
প্রশ্ন উঠতে পারে এই একটা ম্যাচের জন্য সাকিবকে কেন নিল সারে? আসলে ১১ ম্যাচে ১৯৩ পয়েন্ট নিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে শীর্ষে রয়েছে সারে। সমারসেট দুইয়ে আছে ২৪ পয়েন্ট কম নিয়ে। অথচ দুই দলের ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর অস্ট্রেলিয়ার সঙ্গে টি–টোয়েন্টি সিরিজের জন্য আটজন খেলোয়াড় ছেড়ে দিতে হয়েছে সারেকে।
তাই সাকিবকে পেয়ে খুশি সারে। দলটির ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট জানালেন, ‘‘ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে অনেকে চলে যাবে, এটা জানা ছিল আমাদের। বিশেষ করে দুজন স্পিনিং অলরাউন্ডারকে মিস করব। তাই সাকিবের মানের একজন খেলোয়াড় আনার সুযোগ থাকায় সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। সাকিব ব্যাট ও বল হাতে ওর অভিজ্ঞতা ও স্কিল যোগ করবে।’’