কাউন্টিতে রাজসিক প্রত্যাবর্তনই হয়েছে সাকিব আল হাসানের। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর সাকিব। পেয়েছেন ৯৬ রানে ৫ উইকেট। ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। এজন্যই একটা ম্যাচের জন্য হলেও সাকিবকে পেতে মরিয়া ছিল সারে।
সমারসেট দুই ইনিংসে অলআউট হয় ৩১৭ ও ২২৪ রানে। প্রথম ইনিংসে সারে ৩২১ করায় জয়ের জন্য দরকার ২২১ রান। লক্ষ্যটা অল্প হলেও ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে সাকিবের দল।
বল হাতে শুধু কাউন্টি নয়, প্রায় সব ফরম্যাট আর ভেন্যুতে কার্যকর সাকিব। তবে ব্যাট হাতে রান খরা চলছে তার। গত বছরের এপ্রিলের পর টেস্টে ফিফটি নেই সাকিবের।
তার ফর্ম নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন বাংলাদেশি নির্বাচক হান্নান সরকার। মিরপুরে সংবাদ সম্মেলনে হান্নান বললেন, ‘‘সাকিব এখন ফর্মে নেই। তবে টেস্টে ফর্মে ফেরার সময় থাকে, টি-টোয়েন্টি বা ওয়ানডেতে সে সময়টা থাকে না। সেখানে রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে আবার সে সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের খেলোয়াড়, তার কাছে একটি ইনিংস শুধু সময়ের ব্যাপার।’’
সাকিবের দলে উপস্থিতিও হান্নানের কাছে গুরুত্বপূর্ণ, ‘‘সাকিব যদি দলে থাকে, সেটা নিয়ে প্রতিপক্ষেরও একটা চিন্তা থাকে। দুই-চার-পাঁচ ইনিংস দেখে সাকিবকে কেউ মূল্যায়ন করে না। আমরাও তা করতে চাই না।’’