প্রথম দুই আসরের বকেয়া ছিল। বাকি ছিল ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়া। চিটাগং কিংসের ফিরে আসা নিয়ে শঙ্কার মেঘটা কাটছিল না তাই। তবে ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফটের আগেই ফ্র্যাঞ্চাইজি ফি’র দেড় কোটি টাকা বিসিবির অ্যাকাউন্টে দিয়েছে চিটাগং কিংস। দিয়েছে আগের বকেয়ার প্রথম কিস্তিও। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়ার জটিলতা কেটেছে চিটাগং কিংসের।
ড্রাফটের আগে ‘টিটিপার্স’ বা ব্যয়সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিএল গভর্নিং বডি। স্থানীয় খেলোয়াড়দের জন্য চার কোটি টাকা আর বিদেশি খেলোয়াড়দের জন্য আড়াই লাখ ডলার বাতিন কোটি টাকা খরচ করতে পারবে অংশ নিতে যাওয়া সাতটি দল। এর বাইরেও বাড়তি অর্থ ব্যয় করতে পারবে সরাসরি চুক্তির জন্য।
পুরনো চার দল দেশিদের মধ্যে সরাসরি সাইনিং করাতে পারবে একজন, আর রিটেইন করতে পারবে দুজনকে। নতুন আসা তিন ফ্র্যাঞ্চাইজি সরাসরি কিনতে পেরেছে দুজন স্থানীয় খেলোয়াড়। তবে বিদেশি দলে ভেড়ানো নিয়ে কোন সংখ্যা নির্দিষ্ট নেই। একই সময়ে যেহেতু অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হবে, তাই যাদের যতদিনের জন্য পাওয়া যায় সেই হিসেব কষেই চুক্তি করার স্বাথীনতা দিয়েছে বিপিএল গভর্নিং বডি।
এবারের বিপিএলে ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পারিশ্রমিকে রাখা হয়েছে ১২ ক্রিকেটার। ড্রাফটের আগেই দল পেয়েছেন তাদের ৭ জন। স্বাভাবিকভাবেই ৬০ লাখ টাকার বেশি পেয়েছেন তারা, যে অঙ্কটা প্রকাশ করেনি কোন দলই।
৬০ লাখ টাকার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ তিনজনকে কিনেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রিটেইন করেছে তারা। আর সরাসরি চুক্তিতে কিনেছে তাওহিদ হৃদয়কে।
সাকিব আল হাসান ও শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস। গত বিপিএলে বরিশালে খেলা মেহেদী হাসান মিরাজকে কিনেছে খুলনা টাইগার্স। তাকে ‘গেম চ্যাঞ্জার’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তারা।
নতুন দল ঢাকা ক্যাপিটালস কিনেছে মুস্তাফিজুর রহমানকে। অর্থাৎ ১২ ক্রিকেটারের ৭ জনই দল পেয়ে গেছেন। বাকি কেবল মাহমুদউল্লাহ, লিটন দাস, রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। গতবার বরিশালে খেললেও এবার মাহমুদউল্লাহকে ছেড়ে দিয়েছে বরিশাল।
‘এ’ ক্যাটাগরিতে ৬০ লাখের ১২ ক্রিকেটার
মাহমুদউল্লাহ, শরিফুল ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।
দল পেয়েছেন ৭ জন
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়।
চিটাগং কিংস : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম।
ঢাকা ক্যাপিটালস : মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইগার্স : মেহেদী হাসান মিরাজ।