খুনের মামলা মাথায় নিয়ে কী খেলানো হবে সাকিব আল হাসানকে? নাকি ফিরিয়ে আনা হবে দেশে। সতীর্থরা এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন সাকিবের। মুশফিকুর রহিম, মুমিনুল হক, শরিফুল ইসলামরা ফেইসবুকে জানিয়েছিলেন সমর্থন।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও পাশে পেলেন সাকিব। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিবকে খেলাতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ,‘‘ সাকিবকে নিয়ে আমাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়নি। ও খেলা চালিয়ে যাবে। সাকিবকে দেশে ফিরিয়ে আনতে এক আইনজীবী আমাদের নোটিস পাঠিয়েছিলেন। বোর্ড জবাব দিয়েছে তাকে।’’
পাকিস্তান সিরিজ তো বটেই আইনি প্রক্রিয়া মেনে ভারতেও সাকিবকে খেলাতে চান ফারুক আহমেদ,‘‘অভিযোগটা এখনও এফআইআর-এর পর্যায়ে রয়েছে। এরপর অনেকগুলো ধাপ রয়েছে। যতক্ষণ না ওর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ আমরা ওকে খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। আমরা সেখানেও সাকিবকে চাই। সাকিব বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। প্রয়োজনে তাকে আমরা আইনি সহায়তা দেব।’’