মিরপুরে খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। সেটা হয়নি। বরং তাকে ঘিরে হয়েছে লঙ্কাকান্ড। ম্যাচের আগে তার ভক্তদের ঘিরে ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। দেশে না থেকেও সাকিবকে নিয়ে ছড়িয়েছে নেতিবাচক খবর।
এমন নেতিবাচক খবর অবশ্য সাকিবকে নিয়ে হয়েছে তার ক্যারিয়ার জুড়েই। আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স-এ এমন নেতিবাচক খবর নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এই ফ্র্যাঞ্চাইজিটিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, নেগেটিভ নিউজগুলো আপনার খেলায় কোন প্রভাব ফেলে কিনা?
এর জবাবে সাকিব বললেন, ‘‘ না, আমার কাছে মনে হয় না যে এত বছরের ক্যারিয়ারে, কারণ অনেক নেগেটিভ নিউজ হয়েছে আমার (আমাকে নিয়ে)। যতটা আমার কাছে মনে হয় যে হওয়া উচিত ছিল না। সেই জায়গা থেকে আমি ফিল করি যে অনেক বেশি হয়েছে। এটাতে আমার কোন অনুশোচনা নাই। এবং আমি এটা নিয়ে কখনও চিন্তা করি না।’’
বাংলাদেশ ক্রিকেটে আপনার যে অবদান, তাতে কি মনে করেন এমন নেতিবাচক নিউজ কখনও হওয়াই উচিত ছিল না। এমন প্রশ্নের উত্তরে সাকিব বললেন,‘‘ না, আমি মনে করি যে এগুলো হয়, হওয়া উচিত। নরমালি আমি যদি উদাহরণ দেই- যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছ যত উঁচু সে গাছে বাতাসটাও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম। এখান থেকে ইগনোর করার কোনো অপশন আছে বলে আমি মনে করি না।’’