Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নিশামের মতে, সাকিব এক চোখেও দুর্দান্ত

375529
[publishpress_authors_box]

এবার বিপিএলের শুরুতে সাকিব আল হাসান যতটা না ব্যাটার ছিলেন তার চেয়ে বেশি ছিলেন বোলার হয়ে। বাম চোখের সমস্যায় ভালভাবে ব্যাটিং করতে পারছিলেন না বাংলাদেশ অলরাউন্ডার। তবে বল হাতে রংপুর রাইডার্সের হয়ে ঠিকই উজ্জ্বল দেখা গেছে তাকে।

সাকিবের দলীয় সতীর্থ জিমি নিশাম সাকিবকে দেখেন ভিন্ন চোখে। এই কিউই অলরাউন্ডারের মতে সাকিব চোখে না দেখেও ভালো বল করবেন!

সময়ের সঙ্গে সঙ্গে সাকিব এখন ব্যাট হাতেও ফিরেছেন স্বরূপে। বাম চোখের সমস্যা থাকলেও ব্যাটে-বলে পারফরম করে যাচ্ছেন তিনি।

তার আগে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন সাকিব। তখন ক্রিকেট মহলে আলোচনা ছিল ব্যাটিং করতে না পারলেও বোলার সাকিব অনায়াসে আরও তিন বছর জাতীয় দলে খেলতে পারবেন।

চট্টগ্রামে সাকিবের বিদেশি সতীর্থ মজা করেই বলেছেন, “হতে পারে সে এক চোখে ঠিকঠাক দেখে না। তবুও ঠিক লাইনে বল করতে পারবে। তখনও সে ভালো করবে।”

কিছুদিন আগে নিশাম যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। এসে দুটো ম্যাচে চমৎকার খেলেছেন। সাকিবের চোখের সমস্যার কথা শুনে এই কিউই অলরাউন্ডার বলেছেন, “আমি সঠিক বলতে পারবো না এক চোখে সমস্যা নিয়ে বোলিং করে সে কিভাবে সফল হচ্ছে। দুই দিন আগে ওকে ম্যাচে দেখে মনে হয়েছে, এক চোখ (ভালো চোখ) তার কাজটা যেন আরও সহজ হচ্ছে। আমি জানি না ওর চোখে কি সমস্যা। এই প্রথম এমন কিছু শুনলাম। তবে এই সমস্যা কাটিয়ে উঠতে যা করছে তা করে যাওয়া উচিত। কারণ এতে তার পারফরম্যান্সটা দারুণ হচ্ছে।”

সাকিবের ব্যাটিং ও বোলিং দলের জন্য দারুন আর্শীবাদ হিসাবে দেখছেন নিশাম, “সাকিবকে পাওয়া রংপুরের জন্য দুর্দান্ত ব্যাপার। সে একই সঙ্গে বিশ্বমানের বোলার ও ব্যাটার। তাকে দিয়ে যে কোন দল দুইজন ক্রিকেটারের অভাব পূরন করতে পারে। গত দুই ম্যাচে সে দারুণ পারফরম করছে। আশা করি দলকে ফাইনাল পর্যন্ত এই সার্ভিস দেবে সাকিব।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত