Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

‘খুনের আসামি’ সাকিবের প্রতি সমর্থন সতীর্থদের

yy1
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

রাওয়ালপিন্ডির পরের টেস্টে খেলবেন কী সাকিব আল হাসান? তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বাংলাদেশে। গত ৫ আগস্ট গণভ্যুত্থান চলার সময় পোশাককর্মী রুবেল নিহত হলে বৃহস্পতিবার তার বাবা হত্যা মামলা দায়ের করেন ঢাকার আদাবর থানায়। সাকিব আল হাসান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে। সাকিবকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে বিসিবির কাছে পাঠানো হয়েছে আইনি নোটিশও।

মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। রাওয়ালপিন্ডি টেস্ট শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুমিনুল লিখেছেন, ‘‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’’

মুমিনুল আরও যোগ করেন, ‘‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে।’’

সাকিব আল হাসানের সাবেক সতীর্থ পেসার রুবেল হোসেনও মানতে পারছেন না মামলাটা। তিনি ফেইসবুকে লিখেছেন, ‘‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে । আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু । বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে , সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয় ।’’

সাকিব নৌকা প্রতীকে মাগুরা–১ আসনের সংসদ সদস্য হয়েছিলেন বলেই আওয়ামী লীগের পতনের পর তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার কথা বলেছেন অনেকে। তাদের অন্যতম এনামুল হক বিজয়ও। সাকিবের বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা হিসেবে হওয়া মামলায় ফেইসবুকে এনামুল লিখেছেন, ‘‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।’’

বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম ফেইসবুকে লিখেছেন, “সব সময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান। আছে, থাকবে।” সাকিবের সাবেক সতীর্থ সাব্বির রহমান লিখেছেন, ‘‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত