Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

‘সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না’

n-b1
[publishpress_authors_box]

সবকিছু ঠিকঠাক থাকলে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে পারতেন সাকিব আল হাসান। শারজায় খেলতে পারতেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেও। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেটা সম্ভব হয়নি। এমনকি বুধবার তার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের হয়ে খেলাটা আরও অনিশ্চিত হয়ে পড়ল তাতে।

সাকিবকে ছাড়া শারজায় খেলে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দল ১৫ জনের হলেও শারজার ড্রেসিংরুমে ছিলেন কেবল ১৩ জন! ভিসা জটিলতায় যেতে পারেননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। মুশফিকুর রহিমের ইনজুরিতে দল হয়ে পড়েছে ১২ জনের।

অবশেষে আরব আমিরাতের ভিসা পেয়ে দলে যোগ দিতে দেশ ছেড়েছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা।

শেষ পর্যন্ত ভিসা জটিলতা কেটেছে নাসুম-নাহিদের। বৃহস্পতিবার দুজনই উড়ে গেছেন শারজায়। যাওয়ার আগে বিমানবন্দরে নাসুম কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে সাকিবের প্রসঙ্গ এলে তিনি বললেন, ‘‘ওনাকে তো সবসময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য প্রত্যাশা দোয়া কইরেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’’

সাকিব না থাকলেও বাঁহাতি স্পিনার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না নাসুম, ‘‘না, রিশাদ তো কাভার করে দিয়েছেই। মিরাজও ভালো বল করছে। সবকিছুই ঠিক আছে।’’

গত ওয়ানডে বিশ্বকাপে নাসুমকে চড় মারার অভিযোগ উঠেছিল সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিপক্ষে। এরপর থেকেই দলের বাইরে তিনি। এতদিন পর ফেরা নিয়ে নাসুমের স্বস্তি, ‘‘রিলিভ তো আছে আলহামদুলিল্লাহ, অনেক দিন পর দলে আসছি। দোয়া করেন সবাই, যেন ভালো খেলতে পারি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত