Beta
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

সাকিবের অপেক্ষায় শেখ জামাল, বিশ্বকাপ নিয়ে সুজনের পরামর্শ

সাকিব শেখ জামাল
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আর প্রিমিয়ার লিগ খেলেননি সাকিব আল হাসান। পবিত্র উমরা পালনে গিয়েছিলেন সৌদি আরবে। সেখান থেকে ঈদের আগেই পরিবারের কাছে ফেরেন যুক্তরাষ্ট্রে।

আজ (রবিবার) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেছেন, ‘‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’’

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসানি মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাসরাও। ঈদের ছুটি শেষে আগামীকাল (সোমবার) শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে খেলবেন দেশসেরা প্রায় সব ক্রিকেটার। তবে ফতুল্লায় পারটেক্সের বিপক্ষে শেখ জামালের হয়ে খেলবেন না সাকিব।

১৮ এপ্রিল আবাহনীর বিপক্ষে ফিরতে পারেন তিনি। শেখ জামালের কোচ সোহেল ইসলাম মিরপুরে সাংবাদিকদের জানালেন, ‘‘সাকিব আপাতত ছুটিতে আছেন। কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচ খেলার সম্ভাবনা আছে। সুপার লিগেও তাকে পাওয়া নিয়ে নিশ্চয়ই আশাবাদী আমরা।’’

প্রিমিয়ার লিগে আবাহনী ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে। শেখ জামাল ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। তবে এখনই শিরোপার আশা ছাড়ছেন না সোহেল ইসলাম, ‘‘জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন আবাহনীতে। আমাদের দলও বেশ ভালো। দুই বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গত বছর যে দুটি ম্যাচ খেলেছি, এর মধ্যে আমরা একটাতে জিতেছি।’’

আবাহনী আগামীকাল মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। ডিপিএলের ম্যাচটির আগে মিরপুরে সাংবাদিকদের কাছে বিশ্বকাপের দল গঠনের পরামর্শ দিয়েছেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন।

সুজনের পরামর্শ, ‘‘যাদের সিলেক্টর, কোচ, অধিনায়ক ও ম্যানেজমেন্ট বিশ্বাস করবে (বিশ্বকাপের জন্য) তাদের আসলে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করা উচিত। হাতে তো বেশি সময় নেই। এরকম না যে দুইটা ম্যাচ একজন খেললো, দুইটা ম্যাচ আরেকজন খেললো, আবার দুজনেই ফেইল করলো। আপনি কনফিডেন্স নষ্ট করলেন দুইটা ছেলের। ওরকম না করে, একটা ছেলেকেই চারটা ম্যাচেই খেলান।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত