Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

খেলতে অস্বীকৃতি সাকিবের, বাদ পড়ল তার দল

ুবচ
[publishpress_authors_box]

সাকিব আল হাসান মানেই বিতর্ক। সেই বিতর্ক হলো এবার কানাডার গ্লোবাল টি–টোয়েন্টিতে। বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটর ম্যাচে সুপার ওভার খেলতে না চাওয়ায় টুর্নামেন্ট থেকেই বাদ পরে যায় তার দল বাংলা টাইগার্স মিসিসাগা। ক্রিকইনফো কাল জানিয়েছে এ খবর।

 ব্রাম্পটনের সিএএ সেন্টার মাঠে গত শুক্রবার টরন্টো ন্যাশনালসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ ছিল বাংলা টাইগার্সের। বৃষ্টিতে ম্যাচ ভেসেই যাচ্ছিল একপ্রকার।  বৃষ্টি থামলে কাট অফ টাইম বাকি ছিল অল্প সময়।

 ম্যাচ অফিশিয়ালরা সুপার ওভার আয়োজনের সিদ্ধান্ত নেন, এটা বাইলজেই আছে টুর্নামেন্টের। কিন্তু বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব খেলতে অস্বীকৃতি জানান। প্রতিবাদ হিসেবে তিনি টসও করতে যাননি। তাই পয়েন্ট তালিকার চারে থাকা টরন্টো ন্যাশনালস পায় দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট। ম্যাচটা পরিত্যক্ত হলে নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার তিনে থাকা সাকিবের বাংলা টাইগার্স যেত দ্বিতীয় কোয়ালিফায়ারে।

গ্লোবাল টি–টোয়েন্টির প্রধান নির্বাহী জয় ভট্টাচার্য এ নিয়ে বললেন, ‘‘ সুপার ওভারে হেরে যাওয়া দলটির জন্য হৃদয়বিদারক হতো। তবে আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেকোনো উপায়ে ম্যাচটা আয়োজন করতে।’’

টরেন্টো ন্যাশনালস কোয়ালিফায়র জিতে পৌঁছেছিল ফাইনালে। আর কাল ফাইনালে মন্ট্রিল টাইগার্সকে ৮ উইকেট হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছে তারাই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে মন্ট্রিল ২০ ওভারে ৯ উইকেটে করেছিল ৯৬। সহজ লক্ষ্যটা ৩০ বল হাতে রেখে পেরিয়ে যায় টরেন্টো। ৪ ওভারে মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের সেরা জেসন বেহেনড্রফ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত