Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সাকিব হত্যা মামলা ও শেয়ার কারসাজি নিয়ে যা বললেন

s6666666666666666
[publishpress_authors_box]

হত্যা মামলা আছে সাকিব আল হাসানের বিপক্ষে। শেয়ার কারসাজি নিয়েও কদিন আগে জরিমানা হয়েছে ৫০ লাখ টাকা। আজ (বৃহস্পতিবার) কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিবকে প্রশ্ন করা হয়েছিল বিতর্কিত এই দুটি ব্যাপার নিয়েও।

হত্যা মামলার এজহারে যে তারিখ লেখা আছে সেদিন সাকিব ছিলেন কানাডায়। সেটাই স্মরণ করিয়ে দিয়ে সাকিব বললেন, ‘‘কঠিন অনেক কঠিন। আমি কীভাবে ধরে রাখছি এটা আল্লাহই জানে আসলে আমি নিজেও জানি না। যেটা বললেন একটা কেইস হয়েছে। সবারই অধিকার আছে। আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের কেইস হয়েছে বা তখন আমি কোথায় ছিলাম বা আমার কাজ কী ছিল। এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি কথা বলতে চাই না।’’

শেয়ার কারসাজিতে ৫০ লাখ টাকা জরিমানা নিয়ে সাকিবের আত্মপক্ষ সমর্থন, ‘‘আমার জীবনে আমি আসলে কখনও নিজে থেকে ট্রেড করিনি। কেউ যদি বলে যদি এই ট্রেড নিয়ে কথাও বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। এগুলো আসলে যে কেউ যেকোনো কিছু করতেই পারে। তবে যদি একটু সুন্দর করে করত তাহলে মনে হয় ভালো হত। আমার জন্য মেন্টালি একটু ভালো হত।’’

বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন সাকিব। বাংলাদেশের অনেক ক্রিকেটারও খেলেন নানা দেশের লিগে। ক্রিকেটারদের বিরুদ্ধে এ ধরনের মামলা যে নেতিবাচক বার্তা দেয় সেটাও বললেন সাকিব, ‘‘ মিথ্যা অভিযোগগুলো আমার মনে হয় না এটা আমাদের দেশের জন্য ভালো হবে। বিশেষ করে বাইরের দেশের মানুষ যখন আমাদের নিয়ে কথা বলবে জিনিসগুলা খুব একটা ভালো হবে। আমি যখন জীবনে কোনো ট্রেডই করিনি নিজ থেকে, যেই শব্দগুলাও ব্যবহার করেছে এটা আমার জন্য দুঃখজনক।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত