সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। খুনের মামলা হয়েছে তার বিরুদ্ধে। এবার শেয়ার কেলেংকারিতে গুণতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।
শেয়ার বাজারে কারসাজির জন্য সাকিব আল হাসানকে আজ (মঙ্গলবার) ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এছাড়া আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ আর জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। সব মিলিয়ে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে ৪ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে।
এদিকে পাকিস্তান সফর শেষে দেশে ফিরেননি সাকিব। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে সারেতে যোগ দিয়েছিলেন তিনি। একটা ম্যাচ খেলেই ভারতে যোগ দিয়েছেন দলের সঙ্গে।
প্রশ্ন হচ্ছে ভারত সফর শেষে কি দেশে ফিরবেন তিনি? এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস সোমবার বলেছেন,‘‘ সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখি না।’’