Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সাকিবকে বাদ দেওয়ার যুক্তি দিলেন তামিম

ttttttttttt
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ তো বটেই ক্রিকেটেরই সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তিনি খেলছেন রেকর্ড নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছোট ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও সাকিবের। তবে এবার প্রথম দুই ম্যাচে বোলিংয়ের ৪ ওভারের কোটা পূরণ করানো হয়নি তার।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভার বল করে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটহীন। সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন কেবল ১ ওভার। ৬ রান দিয়ে পাননি উইকেটের দেখা। ব্যাট হাতেও ব্যর্থ সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আউট হয়েছেন ৩ রানে।

তবে অফফর্ম নয়, দলের সেরা বোলার হিসেবে বোলিংয়ে সাকিবকে কেন ৪ ওভার করানো হলো না? ম্যাচ শেষে ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে এ নিয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে। প্রশ্নটা এমন ছিল, ‘‘সাকিব ৪ ওভার করতে না পারলে তাকে দলে রাখা উচিত কিনা?’’

তামিমের জন্য অবশ্যই বিব্রতকর প্রশ্ন। কারণ গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সাকিবের সঙ্গে তার সম্পর্কটা তলানীতে ঠেকেছে। গত বিশ্বকাপের আগে তামিমকে আনফিট বলে দলে না রাখার কথাই বলেছিলেন সাকিব। ক্রিকইনফোর প্রশ্নটা এড়িয়ে যাওয়ার সুযোগ না থাকায় তামিমও পাল্টা আঘাত হেনেছেন, ‘‘সে আমাদের সেরা বোলার। অনেক দিন র‌্যাঙ্কিংয়ে এক নম্বরেও ছিল। এখন প্রশ্ন উঠতেই পারে এ নিয়ে। হ্যাঁ, আমিও বলব-সাকিব ৪ ওভার বোলিং করতে না পারলে বাদ দেওয়া উচিত।’’

বাংলাদেশের পরের ম্যাচ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচে যে সাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তামিম স্মরণ করিয়ে দিলেন সেটাও, ‘‘সেন্ট ভিনসেন্টে আমরা সবশেষ খেলেছিলাম ১০ বছর আগে। সেখানকার কন্ডিশন আর উইকেট এখন কেমন-বলা কঠিন। তবে আমার কাছে যা তথ্য আছে তাতে সেখানে সাহায্য পাবে স্পিনাররা। সাকিবের সঙ্গে সেখানে হয়ত খেলানো হবে বাঁহাতি স্পিনারকে তানভিরকে। দুজনই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ম্যাচটিতে।’’

দক্ষিণ আফ্রিকার কাছে হার নিয়ে তামিম জানিয়েছেন হতাশা। সে সঙ্গে ধরিয়ে দিলেন ম্যানেজমেন্টের ভুলও, ‘‘আমরা দেখেছি এই স্টেডিয়ামে অল্প রানের ম্যাচও জেতাচ্ছে বোলারারা। আর হারা দলের কয়েকটা উইকেট থেকে যাচ্ছে। আমাদেরও ছিল। এ ধরনের পরিস্থিতিতে জাকের আলী বা রিশাদ হোসেনকে আগে পাঠানো যেত (যেটা ভারত পাঠিয়েছিল অক্ষর প্যাটেলকে)। আর তাকে বলতে হত, ৬ বলে ১২ করে আস, আউট হলেও সমস্যা নেই। তখন দায়িত্ব নিবে সিনিয়ররা। এ ধরনের কিছুর অভাব ছিল আমাদের।’’

১১৪ রান তাড়া করতে না পারার দায়টা অবশ্যই ব্যাটারদের। তামিমও বললেন সে কথা, ‘‘নরকিয়া শর্ট বলে সাকিব আর শান্তকে ফিরিয়েছে। আগেও সে শর্ট বলে নাস্তানাবুদ করেছে আমাদের। তাহলে এতদিনে আমরা কি শিক্ষা নিলাম? তবে সাকিব, শান্তর আউটের পরও আমরা ম্যাচে ফিরেছিলাম। বল প্রতি ১ রান করেই লাগত। তখন হৃদয়ের আউটটা ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত