Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সাকিবকে অবসর নিতে বললেন শেবাগ

সাকিব-০৬৭
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আনরিখ নর্কিয়ার বলে পুল শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছেন সাকিব আল হাসান। তার দৃষ্টিকটু আউটের কঠোর সমালোচনা করে সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের ‘শেষ’ আরও আগেই দেখেছেন তিনি।

সব টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড শুধু দুই ক্রিকেটারের। রোহিত শর্মার সঙ্গে অন্য নামটি সাকিবের। প্রতিযোগিতাটির সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও বাংলাদেশি স্পিনার। বিশ্বের নামী সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে কুড়ি ওভারের ফরম্যাটে অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করেছেন তিনি। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তার ঝলক দেখা যায়নি। বিশেষ করে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশ করেছেন সাকিব।

১১৪ রানের লক্ষ্যটা মোটেও কঠিন ছিল না। তবে দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। অভিজ্ঞ সাকিবের কাছ থেকে তখন ভালো একটি ইনিংসের প্রত্যাশা। কিন্তু বাজে শট খেলে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব।

অভিজ্ঞ এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ সময়ে পৌঁছে গিয়েছেন কিনা, ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিজবাজের এক অনুষ্ঠানে এমন প্রশ্নে শেবাগ বলেছেন, “আমার মনে হয়, আরও আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের সময় শেষ হয়ে গিয়েছে। সেটা আমি বলব গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েই।”

সঙ্গে যোগ করেছেন, “লম্বা সময় তিনি অধিনায়ক ছিলেন, দলের অনেক সিনিয়র ক্রিকেটার তিনি। সেই জায়গা থেকে আমার মনে হয়, নিজের পারফরম্যান্স দেখে তার লজ্জা পাওয়া উচিত। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে গিয়ে অবসরের ঘোষণা দেওয়া উচিত।”

দক্ষিণ আফ্রিকা ম্যাচে সাকিবের আউটের ধরনে খুবই বিরক্ত শেবাগ, “সাকিবের পারফরম্যান্স অনেক দিন থেকেই খারাপ। এরপরও তাকে দলে নেওয়া হয়েছে হয়তো অভিজ্ঞতার কারণে। কিন্তু সেটা দেখা যাচ্ছে কই! তিনি তো আর (ম্যাথু) হেইডেন কিংবা (অ্যাডাম) গিলক্রিস্ট নন যে শর্ট বলে পুল খেলতে পারবেন। আপনার যে সামর্থ্য আছে, সেই অনুযায়ী খেলুন।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত